বাংলাদেশে বলিউড তারকা শাহরুখ খানের ছবি ‘পাঠান’ মুক্তি প্রসঙ্গে ঢাকাই সিনেমার জনপ্রিয় খলনায়ক ডিপজল ডিপজল দাবি করেছেন, হিন্দি সিনেমায় অশালীন দৃশ্য ও গান রয়েছে। হিন্দি সিনেমা বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে যায় না।
ডিপজলের এই বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় ওঠে। এমনকি টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি মিডিয়ার খবরে এসেছেন ডিপজল। সেখানে ডিপজলের বক্তব্য তুলে ধরা হয়।
তিনি সাংবাদিকদের বলেন, ঢাকার চলচ্চিত্র শিল্প ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, এর মধ্যে হিন্দি ছবি এলে বাংলা ছবি মুখ থুবড়ে পড়বে।