বিএনপি’র চেয়ারপার্সন কারাবন্দী বেগম খালেদা জিয়া সহ-কারাবন্দী নেতৃবৃন্দের মুক্তি,নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন উর্ধগতি ও দমন-নিপীড়নের প্রতিবাদে গণ-বিরোধী সরকারের পদত্যাগ সহ-১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে বরিশাল নগরীরতে পৃথক পদযাত্রা করেছে বরিশাল উত্তর-দক্ষিন জেলা বিএনপি।
আজ শনিবার বেলা ১১ টায় নগরীর দলীয় কার্যালয় সম্মুখে পদযাত্রা পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ করে। বরিশাল জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহা-সচিব এ্যাড.মোঃ মজিবুর রহমান সরোয়ার।
প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার বলেন, রিজার্ভ ফান্ডের অর্থ উন্নয়ন কাজে ব্যাবহার ও সীমাহীন অর্থ পাচারের ফলে দেশের দ্রব্য মূল্যের উর্ধগতি হচ্ছে। তাই সরকার দ্রব্য মূল্যের উর্ধগতির লাগাম টানতে ব্যার্থ। নিশি রাতের ভোটে নির্বাচিত আওয়ামীলীগ সরকারের কাছে দেশের ভোটারাধিকার, গনতন্ত্র, জণগনের মৌলিক অধিকার আজ নির্বাসিত।
নিরপেক্ষ নির্বাচনের জন্য দরকার নিরপেক্ষ সরকার। আর এই নিরপেক্ষ সরকার হচ্ছে তত্তাবধায়ক সরকার।সরোয়ার বলেন ক্ষমতাসীন আ’লীগ সরকার বিভিন্নধরনের ষড়যন্ত্র করছে যাতে করে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতে না পারে। স্বাধীনতার ৫১ বছর পার হলেও আজও বাংলাদেশে গনতন্ত্রের জন্য প্রতিদিন আন্দোলন সংগ্রাম করে রক্ত দিতে হচ্ছে।
তিনি বলেন আওয়ামীলীগ ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্র যন্ত্রকে ব্যাবহার করে প্রতিনিয়ত বিরোধী দলের উপর দমন নিপীড়ন চালাচ্ছে। বিরোধী দলের নেতৃবৃন্দ সহ সাংবাদিক ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ যখন দেশ ও মানুষের স্বার্থে কথা বলে তখন তাদের মিথ্যা মামলাশ গ্রেফতার ও নির্যাতন করে।
আওয়ামীলীগ সরকারের দুঃস্বাশন থেকে দেশের মানুষ বাচতে চায়। বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, আটা, চিনি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন উর্ধগতি থেকে বাঁচতে চায় বাংলার মুক্তিকামী মানুষ। তাই নিপিড়ীত জনতা আজ বিএনপির কর্মসূচির সাথে একাত্ততা প্রকাশ করে রাস্তায় নেমেছে।
সরোয়ার বলেন বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততবার দেশের গনতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। তিনি বলেন, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সরকার মিথ্যা মামলায়, ফরমায়েসি রায়ের মাধ্যমে কারাগারে আটকে রেখেছে। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশের বাহিরে থাকতে বাধ্য করছে।
সমাবেশের সঞ্চালনা করেন বরিশাল জেলা দক্ষিন বিএনপির সদস্য সচিব এ্যাড,আবুল কালাম শাহীন,পদযাত্রায় অংশ নেয় বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব এ্যাড,মীর জাহিদুল কবির জাহিদ সহ-বরিশাল জেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ। যুগ্ম-মহা-সচিব এ্যাড.মোঃ মজিবুর রহমান সরোয়ারের নেতৃত্বে অনুষ্ঠিত পদযাত্রা সদর রোড থেকে শুরু হয়ে আমতাল এলাকায় গিয়ে শেষ হয়।
অন্যদিকে বেলা ১২ টায় বরিশাল জেলা উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মোঃশহিদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয় পদযাত্রা। পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদযাত্রার নেতৃত্বদেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাডভোকেট জয়নুল আবেদীন, নির্বাহী কমিটির সদস্য, মাহবুবুল হক নান্নু,ইন্জিনিয়র আবদুস সোবাহান, সহ-অংগ সংগঠনের নেতৃবৃন্দ।