ডেস্ক রিপোর্ট: বরিশালে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন এই রায় দেন। ১১ বছর পূর্বে মামলাটি দায়ের হয়েছিলো।
আসামীকে যাবজ্জীবন দণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে, অনাদায়ে আরও ছয় মাস কারাভোগের আদেশ দেয়া হয়। দন্ডপ্রাপ্ত যুবক ভিকটিমের চাচাতো ভাই।
দণ্ডিত জসিম হাওলাদার বরিশাল সদর উপজেলার কর্ণকাঠি গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে। এছাড়া ধর্ষণে সহায়তায় অভিযুক্ত জয়দত্ত আলী হাওলাদারের ছেলে কুদ্দুস হাওলাদারকে খালাস দেওয়া হয় বলে আদালতের বিশেষ পিপি ফয়জুল হক ফয়েজ জানান।
পিপি বলেন, জসিম পলাতক রয়েছেন। খালাস পাওয়া কুদ্দুস এজলাসে উপস্থিত ছিলেন। দণ্ডিত ও খালাস পাওয়া উভয়ই ওই ছাত্রীর চাচাত ভাই।
“২০১২ সালের ১৮ অক্টোবর কিশোরীর বাবা রিকশা চালাতে বের হন। মামলার বাদী ও কিশোরীর মা প্রতিবেশীর বাড়িতে যান। ছোট বোন স্কুলে যাওয়ায় সে ঘরে একা ছিল। এ সুযোগে ধর্ষক জসিম ঘরে প্রবেশ করে গলা চেপে ধরে ধর্ষণ করে।”
পরে ২৫ অক্টোবর মহানগর পুলিশের বন্দর থানায় মামলা করা হয়। এতে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করা হয়। মমালায় ওই কিশোরীকে নির্যাতনের অভিযোগও আনা হয়।
ঘটনার ওই বছরের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেন বন্দর থানার এসআই মো. আলমগীর হোসেন। অভিযোগ পত্রে একমাত্র জসিমকে আসামি করা হয়। ১০ জনের সাক্ষ্য নিয়ে মঙ্গলবার বিচারক এই রায় ঘোষণা করেন।