অনলাইন ডেস্ক: বরিশালের কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। লাশটি অর্ধ গলিত। আজ শুক্রবার সকালে নৌ থানার পুলিশ লাশটি উদ্ধার করে।
দেহে কোন পোষাক না থাকা যুবকের বয়স হবে প্রায় ২৭ বছর। নগরীর নদীবন্দর এলাকার চরকাউয়া খেয়াঘাট এলাকা থেকে স্থানীয়দের কাছ খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। ধারনা করা হচ্ছে কমপক্ষে ১০দিন আগে মৃত্যু হয়েছে যুবকের।
আনুমানিক ২৭ বছর বয়সী ওই যুবকের দেহে কোনো পোশাক ছিল না।
নৌ পুলিশের এসআই মাসুম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।