বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বাবা মাউন্টেন পিস অ্যাকর্ড ইমপ্লিমেন্টেশন অ্যান্ড মনিটরিং কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহর নামে নগরীর রূপাতলী বাস টার্মিনালের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে বরিশাল সিটি করপোরেশন।
মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় সিটি করপোরেশনের জনসংযোগ ও প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। সাদিক আবদুল্লাহর বাবা আবুল হাসানাত আবদুল্লাহ বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চতুর্থ কাউন্সিলের ২০তম সাধারণ সভায় ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান জাকির রূপাতলী বাস টার্মিনালের নাম পরিবর্তন করে ‘আবুল হাসানাত আবদুল্লাহ বাস টার্মিনাল’ করার প্রস্তাব করেন। প্রস্তাবে সমর্থন দেন দ্বাদশ ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন। পরে সকল কাউন্সিলররা প্রস্তাবে সমর্থন দিলে রূপাতলী বাস টার্মিনালের নাম আবুল হাসানাত আব্দুল্লাহ বাস টার্মিনাল সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
এদিকে হঠাৎ করে বাস টার্মিনালের নাম পরিবর্তন করায় নগরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কয়েক মাস আগে মেয়র সাদিক তার মা বেগম সাহান আরা আবদুল্লাহর নামে শিশু পার্কের উদ্বোধন করেন।