More

    উত্তরায় অস্ত্রের মুখে বাংকের সোয়া ১১ কোটি টাকা ডাকাতি

    অবশ্যই পরুন

    রাজধানীর উত্তরায় ডাচ্-বাংলা ব্যাংকে বন্দুকের মুখে ১১ কোটি টাকা ছিনতাই হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে তুরাগ থানার উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, টাকা তাদের নয়। সংশ্লিষ্ট কোম্পানির রু.

    তুরাগ থানার ডিউটি অফিসার শেখ জাহিদ বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ডাচ্-বাংলা ব্যাংকের বুথে টাকা জমা দিতে ঢাকা থেকে টাকা বহনকারী গাড়িটি সাভার ইপিজেড এলাকার একটি বুথে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে তুরাগ থানার ১৬ নম্বর সেক্টরের উত্তরা ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় আসলে একটি অস্ত্রধারী চক্র গাড়িটিকে জিম্মি করে টাকার বাক্সটি নিয়ে যায়।

    পুলিশ জানায়, ডাকাত দল প্রায় ১১১ কোটি টাকা লুট করেছে বলে কোম্পানির দাবি।

    পুলিশ জানায়, একটি তৃতীয় পক্ষের নিরাপত্তা কোম্পানি প্রতিষ্ঠানের বুথে টাকা রাখে।

    ঘটনার বিষয়ে তুরাগ থানার ডিউটি অফিসার শেখ জাহিদ দৈনিক বাংলাদেশকে বলেন, উত্তরা বিভাগের উপ-কমিশনার, ওসিসহ ডিএমপির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    ডাচ বাংলা ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা সগীর আহমেদ দৈনিক বাংলাদেশকে বলেন, “ব্যাংকের গাড়ি থেকে টাকা চুরি হয়েছে এমন তথ্য ভুল। কারণ গাড়িটি ডাচ বাংলা ব্যাংকের নয়। এটা সত্য যে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। উত্তরায়।কিন্তু সেটা ব্যাঙ্কের টাকা নয়।এটিএম বুথে টাকা ফুরিয়ে গেলে আমরা যে কোম্পানির মাধ্যমে টাকা রিফিল করি সেই কোম্পানির গাড়ি থেকে চুরি হয়েছে।এটা ব্যাঙ্কের কথা নয়।ব্যাঙ্কেরও কোনও ক্ষতি হয়নি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...