More

    বরিশালে নৌ পুলিশের ওপর জেলেদের হামলা, আহত ১৬

    অবশ্যই পরুন

    বরিশালের মেঘনা নদীর অভয়ারণ্যে অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা করেছে জেলেরা। এতে পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ ১৬ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আট রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

    শুক্রবার সন্ধ্যায় হিজলা উপজেলার মেঘনা নদীর সবুজ বয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় হিজলা উপজেলার মেঘনা নদীর অভয়ারণ্যে নৌ-পুলিশ ও উপজেলা মৎস্য কর্মকর্তাসহ কয়েকটি দল অভিযান চালায়। এ সময় নদীতে জাল তুলতে গিয়ে আশপাশের শতাধিক জেলে অভিযান পরিচালনাকারী দলের ওপর হামলা চালায়। আহত হন নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ চন্দ্র দে। তাদের সবাই বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

    বিষয়টি নিশ্চিত করে হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ডিউটি অফিসার সাঈদ হোসেন বলেন, অভিযানকারী দল কিছু বুঝে ওঠার আগেই হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ জন। এছাড়া কয়েকটি নৌকা সম্পূর্ণ ভেঙ্গে ফেলা হয়েছে। বর্তমানে সবাই চিকিৎসাধীন।

    ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুস মিয়া।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    হাদি হত্যার ঘটনায় ভারতে আটক ২

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) ডিএমপি জানিয়েছে,...