অনলাইন ডেস্ক: টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন অনন্ত হীরা। এ সংগঠনের সাধারণ সম্পাদক পদে ফের বিজয়ী হয়েছেন কামরুজ্জামান সাগর।
আজ শুক্রবার সকাল ১০টা থেকে রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমিতে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকেল ৫টা পর্যন্ত। এতে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। প্যানেল দুটি হলো এস এ হক অলিক-ফরিদুল হাসান ও অনন্ত হীরা-সাগর প্যানেল।
এতে প্রশিক্ষণ ও আর্কাইভবিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শুভ্র খান, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে সবুজ খান, আইন ও কল্যাণবিষয়ক সম্পাদক পদে তারিক মুহাম্মদ হাসান, দপ্তরসম্পাদক পদে সাইদুর রহমান।
ডিরেক্টরস গিল্ডের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন এস এম শহিদুল ইসলাম রুনু, গাজী আপেল মাহমুদ, দীন মোহাম্মদ মন্টু, নাসির উদ্দিন মাসুদ, ফিরোজ আহমেদ দুলাল, শাহীন মাহমুদ ও সৈয়দ আওলাদ