আটক নেতাকর্মীদের মুক্তি, চাল,ডাল, তেল,গ্যাস সহ নিত্য পন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ সহ-১০ দফা দাবিতে বরিশালে পৃথক ৩ স্থানে এক যোগে মানববন্ধন করেছে বিএনপি। আজ,১১ মার্চ শনিবার বেলা ১১ টায় নগরীর টাউন হল সম্মুখে বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোঃ রহমত উল্লাহ্,ওবায়দুল হক চান,মহানগর সদস্য সচিব এ্যাড.মীর জাহিদুল কবির জাহিদ, যুগ্ম আহবায়ক এ্যাড.আলী হায়দার বাবুল সহ-অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
মানবন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান বলেন, সরকার জনগণের পকেট কেটে বিদ্যুতের দাম বাড়িয়েছে। বিদ্যুত, গ্যাস ও জালানী তেলের দাম বৃদ্ধির কারনে উৎপাদনমুখী কলকারখানা বন্ধ হচ্ছে। ফলে বেকার হচ্ছে শ্রমিক। দেশের স্বার্থ রক্ষা না করে সরকার ভারতের বিদ্যুত কোম্পানির সাথে যে চুক্তি করেছে তা জনবান্ধব নয়। অবিলম্বে এই চুক্তি বাতিলের দাবি জানান।
সেলিমা রহমান বলেন, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির কারনে সাধারন শ্রমজীবী মানুষ আজ পরিবার পরিজন নিয়ে অসহায় ও না খেয়ে জীবনযাপন করছে। অন্যদিকে প্রধানমন্ত্রী কোটি টাকা ব্যায় করে জয়বাংলা কনসার্ট করছে। জনগন না খেয়ে মরলেও সরকারের কোন মাথা ব্যাথা নেই। বরিশাল সদর হাসপাতাল সম্মুখে রাস্তায় মানববন্ধন করেছে উত্তর জেলা বিএনপি।
উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মোঃশহিদুল্লাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব এ্যাড.মজিবর রহমান সরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, ইন্জিনিয়র আবদুস সোবাহান ও উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল সহ-অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার বলেন, সরকারি দলের এমপি, মন্ত্রী ও নেতারা সীমাহীন দূর্নীতি করে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আর রিজার্ভের টাকা দিয়ে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছে। ফলে এর প্রভাব পরেছে অর্থনীতিতে। দেশ আজ সিন্ডিকেটের কবলে। তাই কিছুতেই মূল্যবৃদ্ধি ঠেকাতে পারছেনা সরকার। দ্রব্যমূল্যের যাতাকলে পরে জনগন দিশেহারা।
বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করেনা। জনগনের অধিকার আদায়ের লক্ষে বিএনপি সহ-সকল গনতন্ত্রকামী দল জেল,জুলুম ও গুম উপেক্ষা করে রাস্তায় নেমেছে। সরোয়ার বলেন,এই সরকারের অধিনে আর কোন নির্বাচন নয়। নিরপেক্ষ সরকারের অধিনেই আগামী জাতীয় নির্বাচন দিতে হবে। নির্বাচনের আগে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও তারেক রহমান সহ-সকল রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে। অপরদিকে বরিশাল আদালত সম্মুখে ফজলুল হক এভিনিউর সড়কে মানবন্ধন করেছে বরিশাল দক্ষিণ জেলা বিএনপি।
দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক আবুল হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড.বিলকিস জাহান শিরীন। বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড,আবুল কালম শাহীন, নাজিম উদ্দীন আলম পান্না,যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম তসলিম উদ্দীন প্রমুখ। মানববন্ধনে বেগম সেলিমা রহমান আগামী ১৮ ই মার্চ বরিশাল মহানগরে বিক্ষোভ সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেন।