More

    মাহিয়া মাহী গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় নায়িকা মাহিয়া মাহিকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আজ বিকেলে ওমরাহ হজ শেষে দেশে ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে গাজীপুরে নিয়ে যাওয়া হচ্ছে। গাজীপুরের ডিবি কর্মকর্তা আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, মাহিয়া মাহি ওমরাহ পালন করে দেশে ফিরলেও তার স্বামী রাকিব সরকার দেশে ফেরেননি।

    এর আগে শুক্রবার রাতে মাহিয়া মাহি ও তার স্বামী আওয়ামী লীগ নেতা রাকিব সরকার বাদী হয়ে গাজীপুরের বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এ ছাড়া একই রাতে স্থানীয় ইসমাইল হোসেন বাদী হয়ে মারধর, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে আরেকটি মামলা করেন।

    শুক্রবার রাতে মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকার মক্কা থেকে ফেসবুক লাইভে স্থানীয় ব্যবসায়ী ইসমাইল হোসেন ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ওমরাহ হজ পালনের সময় জমি ও শোরুম নিয়ে বিভিন্ন অভিযোগ তোলেন। অন্যদিকে তাদের বিরুদ্ধে মারধর, কারখানা ভাঙচুর ও জমি দখলের অভিযোগ তোলেন ইসমাইল হোসেন।

    গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোঃ আবু তোরাব মোহাম্মদ শামসুদ্দিন জানান, শুক্রবার রাতে অভিনেত্রী মাহিয়া মাহি ও তার স্বামী আওয়ামী লীগ নেতা রাকিব সরকারের নামে গাজীপুর মহানগরীর বাসন থানায় দুটি মামলা হয়েছে। ফেসবুক লাইভে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলামসহ তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন পুলিশ।

    মারধর, ভাঙচুর, চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে ২৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন স্থানীয় ব্যবসায়ী ইসমাইল হোসেন। দুটি ঘটনাই তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এদিকে মক্কা ছাড়ার আগে শুক্রবার মধ্যরাতে আবারও ফেসবুক লাইভে যোগ দিয়ে পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন অভিনেত্রী মাহিয়া মাহি। শনিবার সকালে দেশে পৌঁছাবেন জানিয়ে তিনি এ ঘটনার প্রেক্ষিতে গ্রেপ্তার হতে পারেন বলে আশঙ্কাও প্রকাশ করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...