বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ-সকল রাজবন্দিদের মুক্তি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবীতে বরিশালে সমাবেশ করেছে মহানগর বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আজ ১৮ মার্চ, বেলা সাড়ে ১০ টায় বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে নগরীর দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় এই সমাবেশ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ইভিএম নামক ভুতের মেশিন দিয়ে দেশের সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ, নতজানু এবং কোমরভাঙ্গা।
তিনি বলেন, বিএনপি নির্বাচনে যাবে তবে এর আগে খালেদা জিয়া সকল রাজবন্দীদের মুক্তি ও নৈশভোটের সরকাকে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে সকল দলের অংশগ্রহনে একটি সুষ্ঠু নির্বাচন দিলেই কেবল বিএনপি নির্বাচনে যাবে। নতুবা বিএনপি যাবেন নির্বাচনও হতে দিবেন না।
আগামী নির্বাচনে জনগণের ভেটের অধিকার ও গনতন্ত্র রক্ষায় যা যা করনীয় দরকার দেশের গণতন্ত্রকামী দলগুলোকে সাথে নিয়ে সেই আন্দোলন গড়ে তোলা হবে। এই আন্দোলনে অবৈধ সরকারে পতন হবে।
তিনি বলেন, সুপ্রীম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত, স্বাধীনতার মাসে এখানেও ভোট ডাকাতির মধ্যদিয়ে মার্চ মাসে এক কলংকজনক অধ্যায় রচনা করেছে আওয়ামীলীগ। নির্বাচনে বিএনপি প্যয়নেলেট প্রাথীদের ও সাংবাদিকদের উপর পুলিশের হামলা চালিয়ে ফলাফল লুট করেছে।
নির্বাচন প্রসঙ্গে অসহায়ত্ব প্রকাশ করে প্রধান বিচারপতি বলেছেন আমার কিছু করার নেই। এতে করে বোঝা যায় আওয়ামী লীগের অধীনে দেশে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারেনা ।
সরকারের নতজানু কোমর ভাঙ্গা নির্বাচন কমিশন দিয়ে দেশে কোন সৃষ্ট ভোট হওয়ার হওয়ার সম্ভবনা নেই বলে দাবি করেন, বিএনপি ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) এ্যাড.বিলকিস জাহান শিরীন বলেন, দেশে দ্রব্যমূল্য উর্ধগতি হওয়ার কারন হিসেবে সরকারি দলের ব্যাবসায়ি সিন্ডিকেটের কারসাজিকে দায়ি করেন। দেশের মানুষ আজ আধাপেট খেয়ে দিন কাটায়। প্রধান মন্ত্রীর আস্কারায় তার নেতাকর্মীরা দেশের টাকা লুট করে। এদিকে তার খেয়াল নেই। তিনি আছেন লুটপাটের উন্নয়নে ব্যাস্ত।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুস, নির্বাহী কমিটির সদস্য ইন্জিনিয়র আবদুস সোবাহান, মেজবাহ উদ্দিন ফরহাদ, আবু নাসের মোঃ রহমত উল্লাহ্, এবায়দুল হক চান, নান্নু, মহানগর সদ্য সচিব এ্যাড,মীর জাহিদুল কবির জাহিদ, যুগ্ম-আহবায়ক জিয়া উদ্দিন শিকদার প্রমুখ।
