More

    মাদারীপুরে বাস খাদে, নিহত ১৯, আহত ৩০

    অবশ্যই পরুন

    পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

    রোববার (১৯ মার্চ) বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. মুনির আহমদ খান। তিনি জানান, রোববার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর আগে শিবচর এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় পড়ে যায়। এ সময় বাসটি উল্টে যায়। সকাল সাড়ে ৮টা পর্যন্ত বাস থেকে ১৪ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে ও হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও ৫ জন। এতে মৃতের সংখ্যা ১৯ এ পৌঁছেছে।

    উল্লেখ্য, রোববার (১৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে শিবচর এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় বাসটি উল্টে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত নারীসহ ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

    এ ঘটনায় ১৯ জনের মৃত্যুর সঠিক কারণ জানতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা এবং আহত যাত্রীদের পরিবারকে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাদারীপুর জেলা প্রশাসক। রহিমা খাতুন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ৬ মাসেরও বেশি সময় ধরে হাদি হত্যার পরিকল্পনা, তদন্তকারী সংস্থার ধারণা

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় একের পর এক নতুন তথ্য বেরিয়ে আসছে। তদন্তে জানা গেছে,...