খান মনিরুজ্জামানঃবরিশালে উজিরপুর থানা বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে ২ পক্ষের মধ্যে হাতাতির ঘটনা ঘটেছে।
আজ বেলা সাড়ে ১১ টার দিকে বরিশাল নগরীর বিএনপি দলীয় কার্যালয় সম্মুখে সরফুদ্দিন সান্টু ও মান্নান মাষ্টার গ্রুপের মধ্যে অধিপত্ত বিস্তার ও পাল্টাপাল্টি স্লোগান দেয়াকে কেন্দ্র করে এই হামলা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ গ্রুপের ২ জন কর্মী আহত হয়েছে।
হামলা ও হাতাহাতির বিষয়ে উজিরপুর উপজেলা যুবদলের আহবায়ক আ,ফ,ম শামসুজ্জামান আজাদ বলেন, উজিরপুর থানা বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে আমরা বরিশাল বিএনপি কার্যালয়ে আসলে আওয়ামীলীগ’র চর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃমান্নান তার সমর্থকদের দিয়ে এস,সরফুদ্দিন আহমেদ সান্টুর বিরুদ্ধে কুটুক্তি মূলক স্লোগান দেয়। আমরা তার প্রতিবাদ করলে আমাদের উপর চরাও হয়। তখন আমরা তাদের প্রতিহত করেছি। এসময় দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড.আবুল কালাম শাহীন ও মান্নান মাষ্টার উপস্থিত ছিলেন। আজাদ বলেন, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিন জেলা কমিটির ১ নং সদস্য এস,সরফুদ্দিন আহমেদ সান্টু দ্বীর্ঘদিন ধরে উজিরপুর ও বানারীপাড়া বিএনপির একজন কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিতি পেয়েছে। আমরা তার সাথে রাজনীতি করি। গত নির্বাচনে আওয়ামীলীগ নেতাকর্মীদের দেয়া মিথ্যা মামলার কারনে সরফুদ্দিন আহমেদ সান্টু দেশের বাহিরে রয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে সরফুদ্দিন আহমেদ সান্টু ও তার অনুসারীদের বাদ দিয়ে মান্নান মাষ্টার কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। আমরা তার প্রতিবাদ করেছি। তিনি দাবি করেন কর্মীবান্ধব নেতা এস,সরফুদ্দিন আহমেদ সান্টুকে বাদ দিয়ে উজিরপুর ও বানারীপাড়ায় বিএনপির কমিটি গঠন হলে সেই কমিটি আমরা মানবনা।
মান্নান মাষ্টার উজিরপুর বসে কমিটি গঠনে ব্যার্থ হয়ে পকেট কমিটি গঠনের লক্ষে বরিশালে কর্মী সভা ডেকেছে। আমরা খবর পেয়ে বরিশাল দলীয় কার্যালয়ে আসলে সে তার অনুসারীদের উস্কে দিয়ে এই হামলার ঘটনা ঘটিয়েছে। হামলায় স্বেচ্ছাসেবক দলের কাইয়ুম নামে এক সদস্য আহত হয়েছে। আমরা এই হামলার ঘটনায় নিন্দা ও তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানাই।
অপরদিকে আঃমান্নান মাষ্টার পন্থী উপজেলা যুবদলের সদস্য তাওহিদ বিন লাবিদ বলেন, উজিরপুর থানা বিএনপির কমিটি গঠনের জন্য আমরা বরিশালে বিএনপির দলীয় কার্যালয় সম্মুখে আসি। এসময় এস,সরফুদ্দিন সান্টুর অনুসারীরা অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় থানা ছাত্রদলের কর্মী সোহান আহত হয়েছে।
তিনি দাবি করেন, গত জাতীয় নির্বাচনের পর থেকে উজিরপুর ও বানারীপাড়া নির্বাচনী এলাকায় নেই এস,সরফুদ্দিন সান্টু। তার অনুপস্থিতিতে তার অনুসারীরাও দলের কর্মসূচিতে নিস্ক্রিয় ছিল। আজ থানা বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে তারা সান্টুর নামে স্লোগান দেয়। আমরাও আমাদের নেতা মান্নান মাষ্টার’র পক্ষে স্লোগান দেই। এসময় সান্টুর সমর্থকরা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমরা এই হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দলের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই