পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আলোচিত আরভ খানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়েছে।
সোমবার (২০ মার্চ) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কোতয়ালী থানার এনায়েত বাজার পুলিশ ফাঁড়ির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, আরভ খানকে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তার পালানোর সঙ্গে কোনো পুলিশ কর্মকর্তা জড়িত কিনা তাও খতিয়ে দেখা হবে।
তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়টি নজরদারিতে রয়েছে। পুলিশ যখন অপরাধ সংঘটিত করে, তখন তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে।
অভিনেত্রী মাহিয়া মাহি প্রসঙ্গে আইজিপি বলেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে পুলিশ গ্রেফতার করেছে। আবারও তিনি আদালত থেকে জামিন পেয়েছেন। তার মামলার তদন্ত চলছে।
এসবির পরিদর্শক মামুন হত্যা মামলার পলাতক আসামি আরভ খান ওরফে রবিউল ইসলাম। বাংলাদেশ থেকে পালিয়ে দুবাই পাড়ি জমানো আরভ এখন কোটি কোটি টাকার মালিক। তিনি সম্প্রতি দুবাইয়ে ‘আরাভ জুয়েলার্স’ নামে একটি সোনার শোরুম উদ্বোধন করেছেন বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে। বাড়ি-গাড়িও আছে।
আরভের বিরুদ্ধে একটি ডিএসএলআর ক্যামেরা চুরির মামলা রয়েছে। মামলাটি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন। ২৩ জুন ২০১৭ তারিখে বাদী শুকুর আলী ও তার বন্ধু মোঃ হাসান হাতিরঝিল এলাকায় যান। রামপুরা সড়কের ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তি মোটরসাইকেলে এসে বাদীর ডিএসএলআর ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত মগবাজারের দিকে পালিয়ে যায়। ২০১৮সালের ৭ মে, আরভ খানের উপস্থিতিতে আদালত এই মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দেয়।