More

    রমজানকে স্বাগত জানিয়ে বরিশাল নগরীতে র‌্যালি

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃপবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বরিশালে র‍্যালি বের করেছে বরিশাল মহানগর, জেলা ও অংঙ্গসংগঠন মুছলিহীন।

    সোমবার আজ (২০ মার্চ) বিকেলে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।

    সংগঠনটির মহানগর মুছলিহীনের সভাপতি, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুনের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

    প্রধান অতিথি কেন্দ্রীয় প্রচার সম্পাদক হযরত মাওলানা ড.আবু বকর ছিদ্দিক।

    বিশেষ অতিথি পরিচালক খানকায়ে মুছলিহীন হাফেজ মাওলানা মোঃমহিউদ্দিন রব্বানী উপস্থিত ছিলেন।

    র‌্যালির আগে এক সমাবেশে বক্তরা বলেন, দুনিয়ার মানুষের কল্যাণে প্রতিবছর মাহে রমজানের আগমন ঘটে। রহমত-মাগফিরাত ও নাজাতের মাস এটি।

    রমজানের রোজা ধনীর মনে গবিবের ক্ষুধার জ্বালা যেমন অনুভব করায়-তেমনি আত্মার পরিশুদ্ধির মাধ্যমে মানবতার খেদমতের শিক্ষা দেয়।

    রমজানের পবিত্রতা রক্ষার্থে সব ধরনের অশ্লীলতা পরিহার করার আহ্বানও জানান বক্তারা।

    এছাড়া জেলা ও মহানগর যুব মুছলিহীন, জেলা ও মহানগর ছাত্র মুছলিহীন ও ৩০টি ওয়ার্ডের মুছলিহীনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ৬ মাসেরও বেশি সময় ধরে হাদি হত্যার পরিকল্পনা, তদন্তকারী সংস্থার ধারণা

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় একের পর এক নতুন তথ্য বেরিয়ে আসছে। তদন্তে জানা গেছে,...