More

    কবে রোজা শুরু হবে, জানা যাবে আগামীকাল

    অবশ্যই পরুন

    পবিত্র রমজান মাস বৃহস্পতিবার (২৩ মার্চ) নাকি শুক্রবার (২৪ মার্চ) শুরু হবে তা বুধবার সন্ধ্যায় ঘোষণা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। রমজানের চাঁদ দেখার খবর পর্যালোচনা করতে বুধবার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় বৈঠকে বসবে কমিটি। রমজান শুরুর নির্দিষ্ট তারিখ পরে জানানো হবে।

    মঙ্গলবার (২১ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফরিদুল হক খানের সভাপতিত্বে ধর্ম প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি মো.

    বুধবার সন্ধ্যায় ১৪৪৪ হিজরি রমজান মাসের নতুন চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে রমজান মাস গণনা শুরু হবে এবং মুসলমানরা রোজা শুরু করবেন। সেক্ষেত্রে বুধবার রাতেই তারাবি ও সাহরি শুরু হবে। আর ওইদিন চাঁদ দেখা না গেলে বৃহস্পতিবার শাবান মাসের ৩০ তারিখ পূর্ণ হবে। শুক্রবার (২৪ মার্চ) থেকে রমজান মাস গণনা শুরু হবে। সেক্ষেত্রে তারাবি ও সাহরি শুরু হবে বৃহস্পতিবার রাতে।

    বাংলাদেশের আকাশের কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে কল করুন 02-223381725, 02-41050912, 02-41050916 এবং 02-41050917 এবং ফ্যাক্স নম্বর 02-2233833295 এবং জেলা প্রশাসনের ঠিকানায় (ডিসি) বা সংশ্লিষ্ট জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। ) ইসলামিক ফাউন্ডেশনকে জানাতে অনুরোধ করা হলো।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বানারীপাড়ায় ভ্রাম্যমান আদালতে ৪ মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড

    রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় অবৈধভাবে মাংস বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড দেওয়া হয়েছে। শনিবার (৮ নভেম্বর)...