More

    নির্বাচন ও একটি ছবি নিয়ে অপার কৌতুহল বরিশালে

    অবশ্যই পরুন

    স্বদেশ রহমান: নির্বাচন কমিশন দেশের পাঁচ সিটির নির্বাচনের কথা ঘোষনা করেছেন। আসছে মে-জুন মাসের মধ্যেই এসব সিটির নির্বাচন সম্পন্ন হবে। নির্বাচন কমিশনের এ ঘোষনার আগে থেকেই বরিশালে সর্বত্রই নির্বাচন কেন্দ্রিক আলোচনা। ঘরে-বাইরে সর্বত্রই আলোচনা। গণমাধ্যমগুলোতেও আসছে অনেক খবর। এরমধ্যে একটি পারিবারিক পরিমন্ডলের ছবি ছড়িয়ে পড়েছে নেটিজেনদের কাছে। ছবিটির সাথে বরিশালের নির্বাচনের সাথে কোন সম্পর্ক নেই। তা সত্ত্বেও কৌতুহলের শেষ নেই ছবিটি নিয়ে।

    অনেক কারনে এবারের সিটি করপোরেশন নিয়ে নিয়ে সাধারনের মাঝে কৌতুহল। প্রথমেই রাজনৈতিক আলোচনা। বিএনপি সহ অন্য সব দল নির্বাচনে অংশ গ্রহন করবে কি-না। প্রার্থী হতে চান কারা, দলগুলোর মনোনয়ন পেতে পারেন কারা, কার কী অবস্থান- এসব নিয়েই সরব আলোচনা বরিশালে।

    সবচেয়ে বেশী আলোচনা বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামীলীগকে নিয়ে। কে পাচ্ছেন আগামী সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়ন- এ আলোচনা সবর্ত্র। চলতি মেয়াদে মেয়র সাদিক আবদুল্লাহ কেমন কী করেছেন তারও চুলচেরা আলোচনা চলছে। বাদ যাচ্ছেনা ক্ষমতাসীন দলের হলেও ৫ বছরে বরিশালের উন্নয়নে কেন্দ্র কোন বরাদ্দ না দেয়ার বিষয়টি। সরকারী কর্মকর্তা, সাধারন মানুষ, নিজ দলে তার কর্মকান্ডও দেখছে। তাকে এবারও কি মনোয়ন দেবে দল, না-কি নতুন কোন মুখ নিয়ে আসবে। বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে কে হতে পারেন প্রার্থী- তা নিয়ে আলোচনাও ঘুরপাক খাচ্ছে। আবার বিএনপি না এলে নির্বাচনের রূপটি কেমন হবে তা-ও বাদ যাচ্ছেনা সাধারনের আলোচনা থেকে।

    তবে সব আলোচনার বাইরে নতুন এক আলোচনা তা হচ্ছে আবুল খায়ের আবদুল্লাহ। যিনি খোকন সেরনিয়াবাত নামেই স্থানীয়ভাবে পরিচিত। তিনি বরিশালের কিংবদন্তীতুল্য রাজনীতিক এবং পচাত্তরের নির্মম হত্যাকান্ডে শহীদ আবদুর রব সেরনিয়াবাতের ছোট ছেলে। বঙ্গবন্ধুর ভাগ্নে, বর্ষীয়ান রাজনীতিক ও মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহর ছোট ভাই। এ মানুষ প্রচারবিমুখ। থাকেন আত্মবিমুখ। পচাত্তরের নিমর্মতার তিনিও এক স্বাক্ষী ও গুলিবিদ্ধ। গত ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর দিনে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে। সেখানে শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধুর পরিবারের সদস্যবৃন্দ। তাদের মাঝেই ছিলেন খোকন সেরনিয়াবাত। এমন একটি ছবি ছড়িয়ে যায় নেট ‍দুনিয়ায়। যা নিয়ে নতুন করে কৌতুহল বরিশালে। কারন ইতিপূর্বে খোকন সেরনিয়াবাত গনমাধ্যমের সাথে বলেছিলেন-  ‘আপা (প্রধানমন্ত্রী) যদি চান তাহলে নির্বাচনে অংশ নেব, এ জন্য প্রস্তুত আছি। রাজনীতি করার সুযোগ পেলে বরিশালে সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনব।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...