More

    তাসরিফ এখন অনেকটাই সুস্থ

    অবশ্যই পরুন

    ফেসিয়াল প্যারালাইসিস থেকে এখন অনেকটাই ভালো আছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান। এ রোগে আক্রান্ত হওয়ার পর তিনি সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা শুরু করেন।

    এই সংগীতশিল্পীর স্বাস্থ্য সম্পর্কে তার ভাই তানজীব খান গণমাধ্যমকে জানান, তিনি আগের চেয়ে ভালো আছেন। এখনো তার চিকিৎসা চলছে। শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    এদিকে সোমবার (২০ মার্চ) বিকেল ৫টা ৪০ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করেন তাসরিফ। ক্যাপশনে লেখা, ‘অর্ধেক সুস্থ’। অর্থাৎ আগের থেকে তার শরীরের উন্নতি হয়েছে।

    এর আগে গত ৩ মার্চ টাঙ্গাইলে একটি শো করতে যাওয়ার সময় হঠাৎ করে মুখে সমস্যা অনুভব করেন তাসরিফ। অনুষ্ঠান শেষ করে তিনি ঢাকায় ফিরে আসেন। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানের সময়ও তিনি বুঝতে পারেননি যে তার মুখে সমস্যা হচ্ছে। পরে বাড়ি ফেরার পর তা গুরুতর হয়ে ওঠে।

    ডাক্তারের কাছে যাওয়ার পর গায়ক জানতে পারলেন তিনি ফেসিয়াল প্যারালাইসিসে ভুগছেন। ঢাকায় দুই দিন চিকিৎসা নেওয়ার পর তাসরিফ সিআরপিতে চিকিৎসাধীন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দপদপিয়ায় পুলিশের তৎপরতায় চো’রাই মালসহ বাবু-রায়হান আটক

    ঝালকাঠির নলছিটি উপজেলায় থানা পুলিশের তৎপরতায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ দুই সহোদরকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) দিবগত...