মাদারীপুর সড়ক দুর্ঘটনায় ইয়ার হোসেন খান (৩০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ সময় আবুল কাশেমসহ আরও ২ যাত্রী আহত হয়েছেন।
শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরের মোস্তফাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ার হোসেন খান সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের ইলিয়াস খানের ছেলে।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে ইয়ার হোসেন দুইজন যাত্রী নিয়ে মোস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে তাঁতীবাড়ির দিকে যাচ্ছিল এসময় ঢাকা থেকে বরিশালগামী শ্যামলী পরিবহন বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ইজিবাইক চালক ইয়ার হোসেন ঘটনাস্থলে মারা যান।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
মাদারীপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক শেখ জুয়েল ঘটনার সততা নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্বার করে মাদারীপুর সদর হাসপাতালে আনা হয় । আহত ২ জনের মধ্যে ১জনকে প্রাথমিক চিকিৎসা শেষে স্বজনেরা বাড়ীতে নিয়ে যায়, আহত আরেকজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।