More

    মাদারীপুরে বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ নিহত-১, আহত-২

    অবশ্যই পরুন

    মাদারীপুর সড়ক দুর্ঘটনায় ইয়ার হোসেন খান (৩০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ সময় আবুল কাশেমসহ আরও ২ যাত্রী আহত হয়েছেন।

    শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরের মোস্তফাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ার হোসেন খান সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের ইলিয়াস খানের ছেলে।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে ইয়ার হোসেন দুইজন যাত্রী নিয়ে মোস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে তাঁতীবাড়ির দিকে যাচ্ছিল এসময় ঢাকা থেকে বরিশালগামী শ্যামলী পরিবহন বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ইজিবাইক চালক ইয়ার হোসেন ঘটনাস্থলে মারা যান।

    পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

    মাদারীপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক শেখ জুয়েল ঘটনার সততা নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্বার করে মাদারীপুর সদর হাসপাতালে আনা হয় । আহত ২ জনের মধ্যে ১জনকে প্রাথমিক চিকিৎসা শেষে স্বজনেরা বাড়ীতে নিয়ে যায়, আহত আরেকজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ভোলায় সাবেক ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

    ভোলা উপজেলা সদরে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফুল্লাহ আরিফের বাসার সামনে থেকে রক্তাক্ত লাশ উদ্ধারের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...