More

    ডাসারে এ্যাম্বুলেন্সকে বাসের ধাক্কা রোগীসহ আহত ৩

    অবশ্যই পরুন

    কালকিনি ও ডাসার (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুর ঢাকা বরিশাল রোডে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় রোগীবাহী এ্যাম্বুলেন্সের রোগীসহ চালক ও হেলপার আহত হয়েছেন। আহতদেরে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
    আজ বুধবার দুপুরের দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুর এলাকার মেলকাই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
    স্থানীয় সূত্র জানায়, রোগী নিয়ে একটি এ্যাম্বুলেন্স ঢাকার দিকে যাচ্ছিলেন । এসময় ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুর এলাকার মেলকাই নামক স্থানে আসা মাত্রই বরিশালগামী সাকুরা পরিবহনের যাত্রীবাহী একটি বাস এ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটি মহাসড়কের পাশে খাদে পড়ে একটি গাছের সাথে ধাক্কা খায়। এসময়ে এ্যাম্বুলেন্সে রোগীসহ চালক ও হেলপার আহত হয়। এ্যাম্বুলেন্সের রোগীর গুরুতর অবস্থায় ফরিদপুর হাসপাতালে নেয়া হয়েছে।
    স্থানীয় লোকজনে বলেন, দুর্ঘটনার পরে কালকিনি ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহত চালক ও হেলপারকে  উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেছেন।পরবর্তীতে ডাসার থানার পুলিশ এ্যাম্বুলেন্সটি উদ্ধার করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...