।
নিজস্ব প্রতিবেদক: বরিশালে স্ত্রীকে বাসার ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা চেষ্টা করেছেন স্বামী। বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল নগরীর রুপাতলি হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা যায়, শেরেবাংলা সড়কের রিপন হাওলাদারের মেয়ে জান্নাতুল বেগমের (১৫) সঙ্গে বিয়ে হয় অটোচালক রাকিবের। বিয়ের পর থেকেই তাদের সংসারে কলহ লেগেই থাকত। বৃহস্পতিবার সন্ধ্যায় রাকিব ও তার পরিবারের লোকজন স্ত্রী জান্নাতুলকে মারধর করে ছাদ থেকে ফেলে দেয়।
এ সময় জান্নাতুলের ডাকচিৎকারের শব্দ পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার বলেন, জান্নাতুলের দুই পা ও শরীরের কয়েকটি জায়গা ভেঙে গেছে। তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে অপারেশন করা হবে। তবে জান্নাতুল কোনো কথা বলতে পারছেন না।
জান্নাতুলের মা বলেন, বিয়ৈর পর থেকেই যৌতুকের জন্য আমার মেয়েকে মারধর করতো ওর স্বামী রাকিব। আজ তো আমার মেয়েকে মেরেই ফেলতে চেয়েছে।
এ বিষয় কোতোয়ালি মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মিলন বিশ্বাস বলেন, অটোচালক রাকিবের সঙ্গে শেরেবাংলা সড়কের জান্নাতুলের বিয়ে হয় আট মাস আগে। বিয়ের পর থেকে এদের সংসার ভালো যাচ্ছিল না, এদের মামলাও চলে আদালতে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী রাকিব জান্নাতুলকে অমানসিক মারধর করেছে, এতে তার দুটি পা ভেঙে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে