ডেস্ক রিপোর্ট: নড়াইলের লোহাগড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে যেমন খুশি, তেমন সাজো প্রতিযোগিতায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সেজেছিল এক শিক্ষার্থী। এ ঘটনায় তার বিদ্যালয়কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
স্থানীয়রা জানান, নড়াইলের লোহাগড়ায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লোহাগড়ার দি লিটল সেইন্ট ইন্টারন্যাশনাল স্কুলের এক শিক্ষার্থী ওই অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাজেন। ওই শিক্ষার্থীর খালেদা জিয়া সাজার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় লোহাগড়ার ইউএনও আজগর আলী ২৭ মার্চ বিদ্যালয়টিতে চিঠি পাঠান। এতে বলা হয়, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দি লিটল সেইন্ট ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃক প্রদশিত ডিসপ্লেটি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানের সাথে সঙ্গতিপূর্ণ নয়। এতে জনমনে বিরূপ প্রতিক্রিয়াসহ উপজেলা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে মর্মে পরিলক্ষিত হয়।
চিঠিতে পাঁচ কর্মদিবসের মধ্যে বিদ্যালয়টিকে ইউএনয়ের কার্যালয়ে লিখিত বক্তব্য জমা দিতে বলা হয়।
দি লিটল সেইন্ট ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক তসলিম উদ্দিন বলেন, ‘২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে ডিসপ্লেতে আমাদের শিক্ষার্থীরা নারী জাগরণের বিষয়টি তুলে ধরতে চেয়েছিল। সেখানে বেগম রোকেয়া থেকে শুরু করে পর্যায়ক্রমে নারী জাগরণে যারা ভূমিকা রেখেছে তাদেরকে তুলে ধরা হয়। সেখানে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সাজেন একজন। এর মধ্যে এক শিক্ষার্থী বেগম খালেদা জিয়া সেজেছিলেন। ডিসপ্লেটি স্বাধীনতা দিবেসের সঙ্গে সঙ্গতিপূর্ণ না হওয়ায় শোকজ করা হয়। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জবাব দিয়েছি।
লোহাগড়ার ইউএনও আজগর আলী বলেন, ‘ওই শিক্ষা প্রতিষ্ঠানটি নারী জাগরণে যারা বিশেষ ভূমিকা রেখেছেন তাদেরকে তুলে ধরেছিল। সেখানে বেগম রোকেয়া থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রীসহ বিভিন্ন জনকে তুলে ধরা হয়। যেহেতেু ডিসপ্লেটি স্বাধীনতা দিবেসের সঙ্গতিপূর্ণ না হওয়ায় শোকজ করা হয়েছিল, তারা লিখিত জবাব দিয়েছে। একটু ভুল বোঝাবুঝি হয়েছিল।’