More

    মাদারীপুর জেলা প্রশাসক ড.র‌হিমা খাতুন এর বদ‌লিজ‌নিত বিদায় উপল‌ক্ষে মত‌বি‌নিময় সভা ও বিদায় সংবর্ধনা

    অবশ্যই পরুন

    মাদারীপুর জেলার কাল‌কি‌নি উপ‌জেলা প‌রিষদ ও উপ‌জেলা প্রশাস‌নের আ‌য়োজ‌নে উপ‌জেলা প‌রিষদ হলরু‌মে ১লা এ‌প্রিল শ‌নিবার সকা‌লে স্থানীয় জনপ্র‌তি‌নি‌ধি,সরকা‌রি কর্মকর্তা কর্মচারী,রাজ‌নৈ‌তিক নেতৃবৃন্দ,সাংবা‌দিক নেতৃবৃন্দ ও গণ‌্যমান‌্য ব‌্যক্তিব‌র্গের সা‌থে জেলা প্রশাসক ড.র‌হিমা খাতু‌নের সা‌থে মত‌বি‌নিময় সভা ও বিদায় সংবর্ধনা স্মৃ‌তিচারণ করা হ‌য়ে‌ছে।
    উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার পিং‌কি সাহা সভাপ‌তি‌ত্বে প‌ল্লি বিদ‌্যুৎ ডি‌জিএম মোঃ আব্দুল মা‌জেদ এর সঞ্চালনায় এ সময় উপ‌স্থিত ছি‌লেন সংর‌ক্ষিত ম‌হিলা আস‌নের সংসদ সদস‌্য অধ‌্যা‌পিকা তাহ‌মিনা বেগম।
    উপ‌জেলা চেয়ারম‌্যান মীর‌ গোলাম ফারুক,মেয়র এস এম হা‌নিফ,উপ‌জেলা সহকা‌রি ভূ‌মি অ‌ফিসার মো.কা‌য়েসুর রহমান,ও‌সি শামীম হো‌সেনসহ স্থানীয় জনপ্র‌তি‌নি‌ধি,সরকা‌রি কর্মকর্তা,পৌরসভার কাউন্সিলর বৃন্দ রাজ‌নৈ‌তিক ও সাংবাদিকবৃন্দ গণ‌্যমান‌্য ব‌্যক্তিবর্গ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বানারীপাড়ায় ভ্রাম্যমান আদালতে ৪ মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড

    রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় অবৈধভাবে মাংস বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড দেওয়া হয়েছে। শনিবার (৮ নভেম্বর)...