More

    প্রকাশ্যে ধূমপান-মলমূত্র ত্যাগ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ

    অবশ্যই পরুন

    পাবলিক প্লেসে ধূমপান, মলত্যাগ ও থুথু ফেলা বন্ধে আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

    আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. গোলাম রহমান ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ।

    গত ১১ মার্চ পাবলিক প্লেসে ধূমপান ও মলত্যাগের ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। রিটে ধূমপান ও প্রকাশ্যে মলত্যাগ নিষিদ্ধ করতে বিদ্যমান পুলিশ অর্ডিন্যান্স আইন কার্যকর করার নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া থুথু ও কফ রোধে সার্বজনীন আইন ও বিধিমালা প্রণয়নের আবেদন করা হয়েছে রিটে।
    মানবাধিকার ও সামাজিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট মো. গোলাম রহমান ভূঁইয়া জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে স্বাস্থ্য সচিব, স্থানীয় সরকার সচিব, দেশের সব সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট পক্ষকে বিবাদী করা হয়।

    এর আগে পাবলিক প্লেসে ধূমপান ও মলত্যাগ বন্ধে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “জনসাধারণের মধ্যে থুতু ফেলা এবং মলত্যাগ করা সবচেয়ে বিরক্তিকর সমস্যাগুলির মধ্যে একটি।” সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ভারতের কিছু অংশে থুতু ফেলার জন্য জরিমানা রয়েছে। বাংলাদেশে সার্বজনীনভাবে এমন কোনো আইন নেই। সচেতনতা সৃষ্টির কোনো বাস্তব উদ্যোগ নেই। বিষের গুরুত্ব অনুধাবন করে আমি একটি সার্বজনীন থুথু বিরোধী এবং থুতু বিরোধী আইন এবং কোড প্রণয়নের আবেদন করছি। আমি অনুরোধ করছি যে ধূমপান, মলত্যাগ এবং থুথু ফেলার শাস্তি বিদ্যমান পুলিশ অধ্যাদেশ আইন অনুযায়ী সকল স্তরে কার্যকর করা হোক।’ নোটিশের জবাব না পাওয়ায় হাইকোর্টে রিট করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বানারীপাড়ায় ভ্রাম্যমান আদালতে ৪ মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড

    রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় অবৈধভাবে মাংস বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড দেওয়া হয়েছে। শনিবার (৮ নভেম্বর)...