More

    পদ্মা সেতুতে বাইক চালাতে মানতে হবে যে ৬ নিয়ম

    অবশ্যই পরুন

    পদ্মা সেতুতে বাইক চালানোর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল করতে পারবে। তবে মানতে হবে কিছু নিয়ম। কেননা, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এই সেতুর ওপর দিয়ে পরীক্ষামূলকভাবে মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছে।

    অবশেষে মোটরসাইকেল চলাচলের জন্য খুলে দেয়া হচ্ছে পদ্মা সেতু

    অনুমতি অনুযায়ী আগামী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বেশ কিছু নির্দেশনা মেনে মোটরসাইকেল চালকদের এই সেতু পার হতে হবে। নিয়মের ব্যত্যয় ঘটালে যেকোনো সময়ই আবারো বন্ধ হতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মোটরসাইকেল চালকদের এই সুযোগ।

    মোটরসাইকেল চলাচলে প্রস্তুত পদ্মা সেতুর নির্দিষ্ট লেন

    পদ্মা সেতুতে বাইক চালাতে যেসব নিয়ম মানতে হবে

    ১. নির্ধারিত টোল দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিসীমার মধ্যে সেতু পারাপার হতে হবে।
    ২. নির্ধারিত টোলবুধ ও নির্ধারিত লেন দিযে চলাচল করতে হবে।
    ৩. কোনো অবস্থাতেই লেন পরিবর্তন করা যাবে না।
    ৪. চালক ও আরোহীকে হেলমেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী ব্যবহার করতে হবে।
    ৫. কোন অবস্থাতেই সেতুর ওপর দাঁড়ানো বা ছবি তোলা যাবে না।
    ৬. চালকসহ সর্বোচ্চ দুইজন মোটরসাইকেলে চড়তে পারবেন।

    নির্ধারিত লেন বলতে পদ্মা সেতুর সার্ভিস লেনের কথা বলা হয়েছে। সাদা দাগ দেয়া এই লেনের মধ্যে থেকেই ৬০ কিলোমিটার গতিতে পদ্মা সেতু পার হতে হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বানারীপাড়ায় ভ্রাম্যমান আদালতে ৪ মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড

    রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় অবৈধভাবে মাংস বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড দেওয়া হয়েছে। শনিবার (৮ নভেম্বর)...