কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড.আব্দুস সোবহান গোলাপ এমপি মঙ্গলবার বিকেলে কালকিনি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় কালকিনি ও নবগঠিত ডাসার উপজেলার নেতা কর্মী ও সাধারণ জনগনের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। তিনি শেখ হাসিনা সরকারের নিজ সংসদীয় আসনের উন্নয়নের চিত্রসহ সমগ্র বাংলাদেশের বর্তমান উন্নয়ন তুলে ধরেন। দলীয় শৃঙ্খল ভঙ্গের বিষয়ে বলতে গিয়ে বলেন নৌকা মনোনয়ন যে পাবে আমরা তার লোক। নৌকার সাথে বিরোধীতা করা যাবে না। যারা নৌকার বিরোধী করে তারা দেশ বিরোধী লোক ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুস্থ ও দীর্ঘায়ু কামনা করে আরো বলেন শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয় আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন শেখ হাসিনা ভালো থাকলে আমরা ভালো থাকবো দেশবাসি ভালো থাকবে।
ঈদ শুভেচ্ছা বিনিময় উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বসার,কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি সাবেক পৌর প্রশাসক আবুল কালাম আজাদ,কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল আলম মৃধা,কালকিনি পৌরসভার মেয়র এসএম হানিফ,কালকিনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান সরদার মাদারীপুর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল মামুন,কালকিনি উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মনির হাওলাদার, সাধারণ সম্পাদক সরদার নিজামুল হক সরদার, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি শাহাদাত সরদারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামীলীগ ও এলাকার নেতৃবৃন্দ।