More

    বরগুনায় গ্রামীণ উৎসব ও ঈদ পুসর্মিলনী ২০২৩

    অবশ্যই পরুন

    রাসেল মাহমুদ,বরগুনাঃ
    গ্রামীন উৎসব গ্রামীন বাঙালীদের এক আদি সংস্কৃতি।

    তাই বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে বাংলার হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলা নিয়ে ২ দিন ব্যাপি গ্রামীণ উৎসব ও ঈদ পুনর্মিলনী আয়োজন করা হয়েছে। আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ ও আর্ডেফ ( একটি সেচ্ছাসেবী সংগঠন) এর পৃষ্ঠপোষকতায় আমতলীতে শুরু হয় গ্রামীন  উৎসব-২০২৩

    ২৬ এপ্রিল থেকে শুরু হয়ে ২ দিন ব্যাপী এই উৎসব ২৭ এপ্রিল পর্যন্ত চলবে।

    গ্রামীন খেলাধুলার মধ্যে রয়েছে মোরগ যুদ্ধ, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, মোটরসাইকেল স্লো রেস, বাইসাইকেল স্লো রেস, রশির উপর হাঁটা, চোখঁ বেধে হাঁস ধরা, হাডুডু, ফুটবল, বাউল গান,ঘোড়ার দৌড়, হাড়ি ভাঙা, তৈলাক্ত কলা গাছে উঠা, দড়ি টানাটানি, বালিশ লড়াই সহ হারিয়ে যাওয়া গ্রামীন খেলাধূলা, জাদু প্রদর্শনী ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান।

    উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে ছিলেন, প্রধান অথিতি ছিলেন অ্যাড.ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, এমপি,১০৯ বরগুনা-০১। বিশেষ অতিথি অ্যাড.এম.এ কাদের মিয়া চেয়ারম্যান,উপজেলা পরিষদ,আমতলী।মোঃ মতিয়র রহমান,মেয়র আমতলী পৌরসভা।

    মোঃ মজিবর রহমান,ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ আমতলী।মোঃ মোতাহার উদ্দিন মৃধা,চেয়ারম্যান আমতলী সদর ইউনিয়ার পরিষদ।

    অ্যাড.সন্জীব কুমার দাস,সভাপতি বরগুনা প্রেসক্লাব।মোঃ আব্দুল রাজ্জাক হাওলাদার, চেয়ারম্যান ১ নং পচাঁকোড়ালিয়া ইউনিয়ন পরিষদ।

    সভাপতি সোহেলী পারভিন মালা,চেয়ারম্যান আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন  পরিষদ।
    পরিচালনায় আবু জাফর সালেহ সভাপতি আর্ডেফ আমতলী,বরগুনা।

    আবু জাফর সালেহ সভাপতি আর্ডেফ (একটি সেচ্ছাসেবী সংগঠন) জানান, ‘কম্পিউটার আর মোবাইলের  মধ্যে আমাদের সন্তানরা বন্দি হয়ে গেছে ভুলে গেছে বাংলার ঐতিহ্য এবং গ্রামীণ খেলাধুলা,আধুনিক যুগে এসব খেলাধুলার নাম পর্যন্ত ভুলতে বসেছে নতুন প্রজন্ম। এতিহ্যবাহি গ্রামীন খেলাধুলা আবারও নতুন প্রজন্মের কাছে ফিরিয়ে দিতে এই আয়োজন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...