More

    ঝালকাঠিতে নানা অপরাধমূলক কার্যক্রম নিয়ে জেলা পুলিশের প্রেসব্রিফিং

    অবশ্যই পরুন

    নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ৩০ এপ্রিল ২০২৩\
    ঝালকাঠি জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাম্প্রতিক সময়ে
    পুলিশের মাদক উদ্ধার ও ২টি হত্যার ঘটনা এবং পলাতক আসামী গ্রেফতার
    সংশ্লিষ্ট বিষয়ে অভিযান পরিচালনা অপরাধ প্রতিকার ও প্রতিরোধ
    বিষয়ে প্রেসব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। পুলিশ সুপার
    মোহাম্মদ আফরুজুল হক টুটুল এর সভাপতিত্বে প্রেসব্রিফিংয়ে
    জেলার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
    ঝালকাঠি নলছিটি উপজেলার কামদেবপুর গ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী
    স্মৃতি (৩৫) নামের এক নারীর প্রমানহীন হত্যাকান্ডের রহস্য উদঘটন এবং
    হত্যাকারী ভিকটিমের আপন মামাতো ভাই মোঃ বাচ্চু সরদার ওরফে তুষার
    সরদার বাপ্পি (২৪) গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা
    হয়েছে। সে মধ্যকামদেবপুর গ্রামের মোঃ ফেরদাউস সরদারের পুত্র।
    ভিকটিম স্মৃতি ও বাপ্পি সরদার পরস্পর আপন মামাতো ফুফাতো ভাই—

    বোন এবং তাদের মধ্যে দৈহিক সম্পর্ক গড়ে ওঠে। গত ২৬ এপ্রিল
    দিবাগত রাতে বাপ্পি সরদার ভিকটিমকে ঘর থেকে বাহিরে বাগানে
    নিয়ে যায় এবং বাপ্পি সরদার তাকে ধর্ষন করে ধর্ষনের পরে
    বুদ্ধিপ্রতিবন্ধী স্মৃতিকে একদিনের মধ্যেই বিবাহ করতে বললেই তুষার
    ভিকটিমকে মাটির চাকা দিয়ে মাথার পিছনে গুরতর আঘাত করে ও বুকে
    এবং পেটে আঘাত করে মৃত্যু ঘটায়। পরদিন সকালে বাড়ির কাছে
    হারুন মোল্লার জমিতে ভিকটিমের চাচাতো ভাই আল আরাফাত গরু
    চড়াতে গিয়ে নিহত স্মৃতির রক্তাত ও অর্ধনগ্ন অবস্থায় মৃত দেহ উদ্ধার
    করেন। এই মামলাটি পুলিশের জন্য একটি চ্যালেঞ্জ ছিল তবে পুলিশ
    প্রযুক্তির ব্যবহার ও বুদ্ধিমত্তা প্রয়োগ করে হত্যাকারীকে সনাক্ত ও
    গ্রেফতার করে। এছাড়া ঝালকাঠি রাজাপুর উপজেলায় সাবেক ইউপি
    সদস্য আব্দুর রব হাওলাদার ও তার ভাতিজা বেলায়েত হোসেন হত্যা ঘটনায়
    পুলিশ এখন পর্যন্ত ৪জনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে জগাইরহাট
    এলাকার আব্দুস ছত্তারের পুত্র মোঃ মিজান (৪১), মোঃ খাদেম হোসেন এর
    পুত্র মোঃ মেহেদি হোসেন (২০), খুলনা জেলার দৌলতপুর থানাধীন
    রেলগেট এলাকার মোঃ ইমন ওরফে জয়নালের পুত্র মোঃ হাসান (২১) ও
    জগাইরহাট এলাকার দলিলউদ্দিন খলিফার পুত্র মোঃ শাহজাহান খলিফা (৪৮)
    কে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া
    চলছে। গত ২৪ এপ্রিল দিবাগত রাত ৮ টায় পূর্ব শত্রুতার জের ধরে
    পরিকল্পিতভাবে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে। এলাকায় আধিপত্য
    বিস্তার কেন্দ্র করে আব্দুর রব হাওলাদারের প্রতিপক্ষরা এই হত্যাকান্ড
    ঘটিয়েছে।

    এছাড়াও কাঠালিয়া থানা পুলিশের অভিযানে ১৯৬পিস ইয়াবাসহ
    শরিফুল ইসলাম (২২), আবু নাঈম সরদার (২০) ও মোঃ এনামুল হক (১৯) কে
    গ্রেফতার কারা হয়েছে। এছাড়া জেলা পুলিশ সুপারের নির্দেশনায়
    ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ঝালকাঠি সদর উপজেলার চর
    ভাটারাকান্দা গ্রামের মৃত রশিদ হাওলাদারে পুত্র মোঃ শাকিল হাওলাদারকে
    ১০০পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে।

    জেলার কাঠালিয়া থানা পুলিশ উপজেলাধীন তালগাছিয়া গ্রাম থেকে
    ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আলম মুন্সীর পুত্র মোঃ সবুজকে,
    রাজাপুর থানা পুলিশ উপজেলাধীন নৈকাঠি গ্রাম থেকে ১ বছরের
    সাজাপ্রাপ্ত আসামাী মোঃ মনজুরুল করিমের পুত্র মোঃ সুমন ও
    ঝালকাঠি থানা পুলিশ ডাকাতি মামলার পলাতক আসামী
    গাভারামচন্দ্রপুর এলাকার নজরুল ইসলামের পুত্র সুভ খানকে (২৮)
    গ্রেফতার করেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...