মোঃ নাসিরউদ্দিন ফকির লিটন ডাসার-কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের ডাসারে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার নবগ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী পংকজ বালার বড় ভাই নিতিশ বালা বাদী হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী পংকজ বালা বলেন, প্রতিবছরের ন্যায় এ বছর তিনটি পুকুরে মাছ চাষ করেন।
সকালে গিয়ে দেখেন, ৪০ শতাংশ জায়গা নিয়ে দুটি পুকুরের মাছ মরে ভেসে আছে। রাতের আধাঁরে পুকুরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা বলে তার অভিযোগ। তিনি বলেন, ‘আমি ঋণ করে মাছ চাষ করেছি। এই মাছ চাষ করে এখন আমি নিঃস্ব।
আমি দুর্বৃত্তদের বিচার চাই। ’
ভুক্তভোগীর বড়ভাই নিতিশ বালা বলেন, আমার ছোট ভাইয়ের মাছ ব্যবসা নিয়ে অনেক স্বপ্ন ছিল। তার স্বপ্নটা এভাবে ভেঙে গেল ভাবতে কষ্ট হচ্ছে। যে ঘটনাটি ঘটেছে এতে আমি মর্মাহত।
দুর্বৃত্তরা এ কাজটি করেছে। তাদের শাস্তির দাবি জানাই।
এ বিষয়ে ডাসার থানার অফিসার ইনচার্জ মো: হাসানুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।