কালকিনি-ডাসার (মাদারীপুর)প্রতিনিধিঃ
দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পেয়েই হাজারো নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন কেন্দ্রীয় বিএনপি নেতা আনিসুর রহমান তালুকদার খোকন।
আজ ২মে মাদারীপুর জেলা কারাগার থেকে দীর্ঘ ২৩ দিন কারাভোগ শেষে মুক্তি পাওয়ার পরে হাজারো নেতা-কর্মীরা জেল গেট থেকেই তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিশাল গাড়ী বহরসহ তাকে মাদারীপুর শহর প্রদক্ষিণ করার পরে নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি ডাসার কাজী বাকাই সেখানে গিয়ে তিনি মাগরিবের নামাজ শেষ করে তার বাবার কবর জিয়ারত করে তার অসুস্থ মাকে দেখতে ঢাকার বাসার উদ্দেশ্যে রওয়ানা হন।
খোকন তালুকদারের জামিনে মুক্তি পেয়েছেন খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করে। নেতাকে একনজর দেখার জন্য রাস্তার দুই পাশেও শতশত নেতা-কর্মীদের দাড়িয়ে তাকে স্বাগত জানাতে দেখা যায়।
উল্লেখ্য যে গত ৮ এপ্রিল শনিবার বিকেলে ডাসার উপজেলার কাঁঠালতলা বাজার এলাকায় বিএনপির অবস্থান কর্মসূচি চলাকালিন সময় বিএনপির সমাবেশে আওয়ামিলীগ ও বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে আনিসুর রহমান তালুকদারসহ চারজনকে আটক করে ডাসার থানা পুলিশ।
এ ঘটনায় মধ্যরাতে ডাসার উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জাহিদ হোসেনের একটি মামলা দায়ের করেন। ওই মামলায় রবিবার দুপুরে আনিসুর রহমানসহ বিএনপির চার নেতাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের প্রেরণ করেন। দীর্ঘদিন কারাভোগের পর উচ্চতর আদালত থেকে জামিন পেয়ে তিনি কারামুক্ত হন।