More

    ঘূর্ণিঝড় ‘মোখা’ প্রবল শক্তিতে উপকূলে আছড়ে পড়তে পারে

    অবশ্যই পরুন

    আগামী ২৪ ঘণ্টায় (৭ মে) দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। ফলে ঘূর্ণিঝড় তৈরির আভাস পাওয়া যাচ্ছে। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন যে ঘূর্ণিঝড়টি ৮/৯ মে নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হবে।

    আবহাওয়া অধিদপ্তরের পূর্ভাবাস বলছে, শনিবার (৬ মে) ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা, ঝড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় বাতাসের বেগ থাকবে ৪৫ থেকে ৬০ কিলোমিটার। এজন্য নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

    শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে দিনের তাপমাত্রা বাড়বে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। রাতে বাড়বে সামান্য। একই সঙ্গে খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু এলাকার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

    ভারতীয় আবহাওয়া বিভাগের (আইএমডি) বরাতে দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, শনিবার (৬ মে) থেকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘মোখা’। চলতি মাসের মাঝামাঝিতে এটি সৃষ্টির পূর্ভাবাস আগেই পাওয়া গিয়েছিল।

    কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, ‘দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মোখা সৃষ্টির প্রাথমিক সব লক্ষণ দেখা যাচ্ছে। এটি আগামী ৮/৯ মে এর মধ্যে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। শনিবার সকাল থেকে দেশের উপকূলের আকাশ ঘন মেঘে ঢেকে আছে। এতে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মঠবাড়িয়ায় মৌসুমি মামলার হিরিক বাড়ি ছাড়া ৬ সাংবাদিক নিন্দার ঝড়!

    মোঃ রোকনুজ্জামান শরীফ , মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় রাজনৈতিক মামলার হিরিকে রেহাই না পেয়ে বাড়ি ছেড়েছেন ছয় সাংবাদিক।ছয়জন সাংবাদিককে...