More

    কালকিনিতে একাধিক মামলার আসামী দুই মাদককারবারিকে ইয়াবাসহ আটক 

    অবশ্যই পরুন

    কালকিনি (মাদারীপুর)প্রতিনিধি:
    সদর মডেল থানা পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের পুরাতন কোর্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতা হলেন, মাদারীপুরের কালকিনি উপজেলার কালাইচর গ্রামের মৃত মোস্তফা আলী হাওলাদারের ছেলে মোঃ সেলিম হাওলাদার (৩৫) ও আউলিয়ারচর গ্রামের মৃত সুলতান মুন্সীর ছেলে রশিদ মুন্সী (৪৮)।
    মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনোয়ার হোসেন চৌধুরী জানান, ইয়াবার একটি বড় চালান টেকনাফ থেকে কুমিল্লা হয়ে মাদারীপুরে আসছে এমন খবরের ভিত্তিতে শহরের পুরাতন কোর্ট (লালুনার মোড়) এলাকায় তল্লাসী চৌকি বসানো হয়। থানার উপ-পরিদর্শক (এসআই) নিতাই চন্দ্র সাহা ও মোঃ শাহজাহাল সন্দেহভাজন একটি মোটরসাইকেল জব্দ করে। এ সময় মোটরসাইকেলের সাথে থাকা সেলিম হাওলাদার ও রশিদ মুন্সীর ব্যাগ তল্লাসী করে ১৫শ’ পিচ ইয়াবা জব্দ করা হয়। পরে মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও ইয়াবাসহ আটক দুইজনকে থানায় নিয়ে আসা হয়। এই মাদকের ক্রয়-বিক্রয়ের সাথে কারা জড়িত, বেশকিছু নাম পাওয়া গেছে, তাদেরকেও আইনের আওতায় আনা হবে।
    এদিকে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে সোমবার আদালতে তোলা হবে। এছাড়া আটককৃতদের বিরুদ্ধে কালকিনি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    লালমোহনে দুর্যোগ আশ্রয়ন কেন্দ্র নির্মাণে ব্যবহৃত হচ্ছে মেয়াদ উত্তীর্ণ সিমেন্ট ও মানহীন সামগ্রী

    ইউসুফ আহমেদ,ভোলা প্রতিনিধি: প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষ ও গবাদিপশু রক্ষায় সারাদেশের ন্যায় ভোলার লালমোহন উপজেলার তেতুলিয়া নদীর গর্ভে অবস্থিত...