More

    কালকিনিতে সড়ক দুর্ঘটনায় আহত ইলেকট্রিশিয়ানের মৃত্যু

    অবশ্যই পরুন

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
    মাদারীপুরের কালকিনিতে সড়ক দুর্ঘটনায় আহত মোঃ গিয়াস উদ্দিন বাবু খান(৬০) নামে এক ইলেকট্রিশিয়ানের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। নিহত বাবু খান পৌর এলাকার দক্ষিন গোপালপুর গ্রামের  আব্দুল জব্বার খানের ছেলে।
    নিহতের পরিবার ও এলাকা সূত্রে জানাগেছে, বুধবার সকালে পল্লীবিদ্যুৎ অফিসের ইলেকট্রিশিয়ান মোঃ বাবু খাঁন মস্তফাপুর পল্লীবিদ্যুৎ অফিসের  উদ্দেশ্যে একটি মোটরসাইকেলযোগে রওনা দেন। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের খামারবাড়ি নামকস্থানে পৌছলে পেছন থেকে একটি পন্যবাহি ট্রাক এসে তাকে ধাক্কা ফেলে দেয়। এতে করে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
    গোপালপুর ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মাতুব্বর জানান, ইলেকট্রিশিয়ান বাবু খান ভালো মানুষ ছিলেন। সে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
    এ ব্যাপারে ডাসার থানার ওসি হাসানুজ্জামান জানান, আমরা জেনেছি সড়ক দুর্ঘটনায় আহত বাবু খানের মৃত্যু হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মঠবাড়িয়ায় মৌসুমি মামলার হিরিক বাড়ি ছাড়া ৬ সাংবাদিক নিন্দার ঝড়!

    মোঃ রোকনুজ্জামান শরীফ , মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় রাজনৈতিক মামলার হিরিকে রেহাই না পেয়ে বাড়ি ছেড়েছেন ছয় সাংবাদিক।ছয়জন সাংবাদিককে...