More

    সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা

    অবশ্যই পরুন

    ডেস্ক রিপোর্ট : মাছের প্রজনন মওসুম চলছে। প্রজনন নির্বিঘ্ন করতে শুক্রবার (১৯ মে) মধ্যরাত থেকে ৬৫ দিনের জন্য দেশের সমুদ্রসীমায় মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

    জানা যায়, সমুদ্রে মাছ ধরতে যাওয়া অধিকাংশ ট্রলার তীরে ফিরেছে। এছাড়াও কিছু সংখ্যক ট্রলার রাতের আগেই তীরে ফিরবে। পাথরঘাটার সমুদ্রে যাওয়া শত শত মাছ ধরার ট্রলার মৎস অবতরণ কেন্দ্রের ঘাটে নোঙর করা রয়েছে। জেলেরা জাল ও মাছ সরঞ্জাম নিয়ে বাড়ির পথে রওয়ানা দিচ্ছেন। কেউ কেউ আবার ট্রলার মেরামত ও রঙ করানোর জন্য ডকইয়ার্ডে নিয়ে যাচ্ছেন।

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মঠবাড়িয়ায় মৌসুমি মামলার হিরিক বাড়ি ছাড়া ৬ সাংবাদিক নিন্দার ঝড়!

    মোঃ রোকনুজ্জামান শরীফ , মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় রাজনৈতিক মামলার হিরিকে রেহাই না পেয়ে বাড়ি ছেড়েছেন ছয় সাংবাদিক।ছয়জন সাংবাদিককে...