More

    কলাপাড়াপাড়ায় ছাত্রলীগ করায় পুত্রকে ত্যাজ্য!

    অবশ্যই পরুন

    ডেস্ক রিপোর্ট: শুধু রাজনৈতিক কারনে পুত্রকে ত্যাজ্য ঘোষনা করার এক চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে পটুয়াখালীর কালাপাড়ায়। আওয়ামীলীগের সহযোগী ছাত্র সংগঠন ছাত্রলীগ করায় পটুয়াখালীর কলাপাড়ায় বড় ছেলে আলিফ মাহমুদ রুদ্রকে ত্যাজ্যপুত্র ঘোষণা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাবা মো. রাসেল মোল্লা।

    এক সময়ের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা তার স্ট্যাটাসে বলেন, আমার সিদ্ধান্ত উপেক্ষা করে ছাত্রলীগের রাজনীতিতে যোগ দেওয়ায় তাকে পরিবার থেকে ত্যাজ্য ঘোষণা করলাম। আজ থেকে পরিবারের কোনো সদস্যের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। নিজেও ভবিষ্যতে কখনো রাজনীতি করব না।

    জানা যায়, কলাপাড়া ইসমাইল তালুকদার টেকনিক্যাল কলেজ থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা রুদ্র ৬ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগ সভাপতির দায়িত্ব পালন করছেন। রুদ্রর চাচা রফিকুল ইসলাম পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

    স্ট্যাটাসে রাসেল মোল্লা আরও বলেন, বর্তমান রাজনীতি পছন্দ করি না। তাই ছেলে রাজনীতি করুক, তা চাই না। শিগগির কাগজ-কলমে তাকে ত্যাজ্য করব। ভুক্তভোগী রুদ্র জানান, ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে বাঁচতে চেয়েছি। পরিবারের সঙ্গে অনেক আগে থেকেই সম্পর্ক ভালো নেই। তাই ছাত্রলীগের নিবেদিতপ্রাণ হয়েই থাকতে চাই।

    পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি পারিবারিক। অধিকাংশ ছাত্রলীগ নেতাকর্মীকে নিয়ে তাদের বাবারা গর্ব করেন।

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    লালমোহনে দুর্যোগ আশ্রয়ন কেন্দ্র নির্মাণে ব্যবহৃত হচ্ছে মেয়াদ উত্তীর্ণ সিমেন্ট ও মানহীন সামগ্রী

    ইউসুফ আহমেদ,ভোলা প্রতিনিধি: প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষ ও গবাদিপশু রক্ষায় সারাদেশের ন্যায় ভোলার লালমোহন উপজেলার তেতুলিয়া নদীর গর্ভে অবস্থিত...