টোলপ্লাজা অতিক্রমে ফাস্ট ট্রাক বা দ্রুতগতির লেন ব্যবহার করলে নির্ধারিত টোল হতে ১০% ছাড় দিচ্ছে সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
উপসচিব ফাহমিদা হক খানের সই করা পরিপত্রে বলা হয়েছে, স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল সংগ্রহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিতকরণের মাধ্যমে ইলেকট্রনিক টোল কালেকশন লেন বা ফাস্ট ট্র্যাক লেন ব্যবহারকারীদের জন্য নির্ধারিত টোল থেকে ১০ শতাংশ অর্থ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন সব টোল প্লাজায় এই সুবিধা পাওয়া যাবে।
ফাস্ট ট্র্যাক লেন ব্যবহার বৃদ্ধি পেলে সেতুগুলোর টোল প্লাজায় গাড়ির জট কমবে এবং কম সময়ের মধ্যে যাত্রীরা গন্তব্যে পৌঁছতে পারবেন।