ডেস্ক রিপোর্ট : বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলীগ শিবিরে আনন্দ দেখা দিয়েছে। নির্বাচনী তফসিল ঘোষনার পর এই প্রথম দেখা হয়েছে দুই ভাইয়ের। মান অভিমান ভেঙ্গে কোলাকুলিও হয়েছে। এরা হচ্ছেন আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা আবুল হাসানাত আবদুল্লাহ ও তার সহোদর বরিশাল সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ( খোকন সেরনিয়াবাত)। শনিবার বিকেলে গৌরনদীতে আওয়ামীলীগের বিভাগীয় বর্ধিত সভায় খোকন সেরনিয়াবাত যোগ দিলে দুই ভাইয়ের বহুল কাঙ্খিত সাক্ষাৎ হয়। এতে সর্বত্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর আবেগে ভাইকে জড়িয়ে ধরে বুকে টেনে নিলেন। নেতা কর্মিদের হাতে তাকে তুলে দিয়ে বললেন- বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকে তার ছোট ভাই খোকন সেরনিয়াবাতকে জয়ী করতে হবে। সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ, কার্যনিবাহী সদস্য আনিসুর রহমান, গোলাম কবির রাব্বানি চিনু প্রমুখ