More

    প্রার্থীদের তথ্যে অনেক সূচকে পরিবর্তন এসেছে-সুজন

    অবশ্যই পরুন

    নিজস্ব প্রতিবেদক: সুশাসনের জন্য নাগরিক -সুজন বলেছে তারা বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন পর্যবেক্ষন করছেন। সিটি নির্বাচনে এবছর হলফনামায় দেয়া প্রার্থীদের তথ্য বিশ্লেষন করে ২০১৮ সালের নির্বাচনের থেকে এবছর অনেক সূচকে ইতিবাচক পরির্বতন এসেছে। আজ সকালে নগরীতে এক সংবাদ সম্মেলনে সুজনের সমন্বয়কারী দিলীপ সরকার ইতিবাচক পরিবর্তনের কথা জানান।

    বরিশাল নগরীর আর্যলক্ষী ব্যাংকের কীর্তনখোলা মিলনায়তনের অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়। এবছর ২০১৮সালের নির্বাচনের চেয়ে এবছর স্বল্প শিক্ষিত প্রার্থীর হার কমেছে। বেড়েছে উচ্চ শিক্ষিত প্রার্থীর সংখ্যা। ২০১৮ সনে স্বল্প শিক্ষিত প্রার্থীর হার ছিলো ৫৭.৩৫ ভাগ, যা এবার ৪৬.৭০ভাগ হয়েছে। উচ্চ শিক্ষিত প্রার্থী ২০১৮ সালে ছিলো ২৬.৪৭শতাংশ এবার তা বেড়ে হয়েছে ৩৪.১৩শতাংশ।

    অপরাধ ও মামলা বিষয়ক ধারনাতেও ইতিবাচক উন্নতি এসেছে। ২০১৮সালের তুলনায় ২০২৩সালের নির্বাচনে ফৌজদারী মামলা সংশ্লিষ্ট প্রার্থীর সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে। ২০১৮সালের প্রার্থীদের বিরুদ্ধে মামলা ছিলো শতকরা ২৭.২০ভাগ। এবারের নির্বাচনে তা ২১.৫৬ ভাগ। সুজন বলছে, এই প্রবণতা নি:সন্দেহে ইতিচবাচক।

    সুজন এবারের নির্বাচনে প্রার্থীদের দেয়া হলফনামার তথ্য উল্লেখ করে জানিয়েছে, বরিশাল সিটি করপোরেশনের ৭জন মেয়র প্রার্থীর মধ্যে ২জনের (২৮.৫৭) বিরুদ্ধে বর্তমানে ফৌজদারী মামলা রয়েছে-এই দুইজন হলেন জাতীয় পার্টির প্রার্থী মো: ইকবাল হোসেন তাপস ও স্বতন্ত্র প্রার্থী মো: আসাদুজ্জামান। এছাড়া ইসলামী বাংলাদেশের প্রার্থী মুফতী সৈয়দ মো: ফয়জুল করিম এর বিরুদ্ধে ৩টি মামলা ছিলো যা নিষ্পত্তি হয়েছে। বিগত নির্বাচনে আয়কর প্রদানকারীর সংখ্যা ছিলো শতকরা ২৭.১৮ভাগ। এবারের নির্বাচনে তা দাঁড়িয়েছে ৩৭.১৩ভাগ।

    সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর সুজন সভাপতি অধ্যাপক মোতালেব হাওলাদার।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    লিবিয়ার জেলে রয়েছেন বরিশালের নিখোঁজ ৩৮ যুবক

    ইউরোপে ভালো জীবনের স্বপ্ন পূরণের আশায় সাগরপথে যাত্রা করা বরিশালের ৩৮ জন যুবকের খোঁজ মিলেছে লিবিয়ার কারাগারে। নিখোঁজ হওয়ার...