ডেস্ক রিপোর্ট: নির্বাচনে বিপুল ভোটে চাচা মেয়র পদে বিপুল ভোটে জয়লাভের পর এই প্রথম দেখা আলিঙ্গন হলো চাচা-ভাতিজার। বরিশাল সিটি করর্পোরেশন নির্বাচনের তফসীল ঘোষনার পর থেকে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও তার চাচা বর্তমান নব নির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) কে নিয়ে বরিশাল সহ সারাদেশেই তুমুল আলোচনা রয়েছে। বৃহস্পতিবার ঈদ উল আযহার নামাজের সময়ে এই প্রথম আলোচিত চাচা-ভাতিজার সাক্ষাৎ হয়েছে। আলিঙ্গনও হয়েছে। হয়েছে কুশল বিনিময়।
বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহে তাদের দু’জন এক কাতারে বসেন, নামাজ আদায় করেন।
নামাজ শেষে চাচা খোকন সেরনিয়াবাতের সঙ্গে আলিঙ্গন হয় ভাতিজা সাদিক আবদুল্লাহর। এ সময় চাচার সঙ্গে কুশল বিনিময়ও করেন তিনি। এরপর নগরবাসীর উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন চাচা-ভাতিজা দুজনেই। বক্তব্যে তাকে নির্বাচিত করায় নগরবাসীকে আন্তরিক কৃতজ্ঞতা জানান নতুন মেয়র আবুল খায়ের আবদুল্লাহ। এছাড়া নাগরিক সেবায় নিজেকে উৎসর্গ করতে অঙ্গীকার করেন তিনি। অন্যদিকে বরিশালের স্বার্থে কোনো ভুল ত্রুটি করে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে অনুরোধ করেন বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহ।
প্রধান জামাতে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, বরিশাল জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস প্রমুখ।