More

    সুইডেনে কুরআন পোড়ানোর প্রতিবাদে বরিশালে জামায়াতে ইসলামী’র – বিক্ষোভ মিছিল

    অবশ্যই পরুন

    সুইডেনে রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কুরআন মাজিদ পোড়ানোর ঘটনার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    গত ২৮ জুন সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কুরআন মাজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়। বিশ্বের বিভিন্ন দেশ এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদ স্বরুপ বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ জুমআ বাদ দেশব্যাপী শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে । কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী দীর্ঘ বছর পরে আজ বাদ জুমআ বরিশাল নগরীতে প্রকাশ্যে কেন্দ্র ঘোষিত এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশাল মহানগর জামায়াতে ইসলামী ।

    বিক্ষোভ মিছিলটি নগরীর জামে কসাই মসজিদের সামনে থেকে শুরু হয় এবং বরিশাল নগর ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশর মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী’র কেন্দ্রীয় সুরা সদস্য ও বরিশাল মহানগর’র আমির অধ্যক্ষ মাওলানা জহির উদদীন মোহাম্মদ বাবর, বাবুগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ,
    মহানগর ছাত্র শিবিরের সভাপতি বাইজিদ গোস্তামী প্রমূখ।

    বক্তারা বলেন, কুরআন মাজিদ পোড়ানোর ঘটনায় সুইডেন সরকারকে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশ সরকার এর প্রতি সুইডেন সরকারের কে নিন্দা জানানোর আহ্বান করেন। বক্তারা দাবি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় ইসলাম, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌম ও গনতন্ত্র রক্ষায় আপোসহীন রাজনীতি করে। তাই বিভিন্ন সময় ক্ষমতাসীনদের নির্যাতন-নিপীড়ন, হত্যাকান্ড ও জেল জুলুমের শিকার হতে হয়েছে নেতাকর্মীদের। আর এসব বাঁধা পেরিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী’কে দেশ ও জনগণের স্বার্থে রাজপথে রয়েছে আগামী দিনেও থাকবে বলে দাবি করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পিরোজপুর ইউনিটের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই...