More

    বরগুনা শহরের বাঞ্চ রোড এলাকায় নিজ বাসার পিছন থেকে স্বপন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

    অবশ্যই পরুন

    বরগুনা শহরের কলেজ বাঞ্চ রোড এলাকায় নিজ বাসার পিছন থেকে স্বপন (৫২) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার আনুমানিক সকাল ১০ টার দিকে শহরের কলেজ বাঞ্চ রোডে নাহার মঞ্জিল ও নাজনীন ভিলা দুই বিল্ডিং এর মাঝখানের পিছনের দিকের পরিত্যাক্ত জায়গায় নাজনীন ভিলার ভাড়াটিয়ারা স্বপ্নের মরদেহ টি প্রথমে দেখতে পায়। তখন তারা নাজনীন বিল্ডিং এর মালিককে জানান।

    তিনি স্বপ্নের ছোট ভাই সুমনকে জানায়। পরে স্থানীয় কাউন্সিলর তুষার থানায় খবর দিলে পুলিশ সুপার আব্দুস সালাম ঘটনা স্থল পরিদর্শন করেন। এর পূর্বে সদর থানার ওসি মিজানুর রহমান এবং ডিবির ওসি ঘটনা স্থল পরিদর্শন করেন। পুলিশ স্বপনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

    এ সময় স্বপনকে হত্যা করা হয়েছে না আত্নহত্যা করেছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সদ্য যোগদানকৃত বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন ময়নাতদন্ত শেষে এঘটনার আসল রহস্য উদঘাটন করা সম্ভব হবে। এখন কিছুই বলা যাচ্ছে না। নিহত স্বপ্ন শহরের কলেজ বাঞ্চ রোডের নাহার মঞ্জিল এর মালিক মৃত্যুর শহিদুল ইসলাম এর বড় ছেলে। পারিবারিক জীবনে নিহত স্বপনের মা , ছোট ভাই সুমন ও স্ত্রী ,এক পুত্র সন্তান এবং কন্যা সন্তান রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দখলদাররা গিলে খাচ্ছে কীর্তনখোলা নদী

    অনলাইন ডেস্ক: বরিশাল নগরী ঘেঁষে বয়ে যাওয়া প্রাণ ও প্রকৃতির স্নিগ্ধ স্রোতধারার কীর্তনখোলা নদী পাঁচ হাজার দখলদারের কবলে...