ঝালকাঠি সদর উপজেলায় পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠিতে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্বর্ণপদক প্রাপ্ত বরিশাল বিভাগের আঞ্চলিক নির্বাচন অফিসার মোঃ আলাউদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লতিফা জান্নাতি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাজিয়া আফরোজ ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মামুন শিবলি। জেলা নির্বাচন অফিসার আব্দুল মান্নানের সভাপতিত্ব করেন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার শারমিন আফরোজ। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রার্থীদের স্পষ্ট ধারনা দেওয়া হয়েছে যেকোন মূল্যে এই নির্বাচন শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক পদ্ধতিকে সমুন্নুত রাখা হবে। কোনো পেশি শক্তি বা কোন রাজনৈতিক প্রভাব এই নির্বাচনে ফেলতে পারবে না। এই অনুষ্ঠানে পোনাবালিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেন ও ওয়ারেচ আলী খানসহ, ইউপি সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্য পদে আসনের প্রতিদ্বন্দী প্রার্থীরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।