More

    বরিশালে গৃহবধূকে জোরপূর্বক অপহরণ এবং দলবদ্ধভাবে ধর্ষণ

    অবশ্যই পরুন

    র‌্যাব-৮, বরিশাল কর্তৃক গৃহবধূকে জোরপূর্বক অপহরণ করিয়া দলবদ্ধভাবে ধর্ষন, নারীর আত্মহত্যার প্ররোচনা ও সহায়তার অপরাধ মামলার অন্যতম আসামী মোঃ বাবু (২২), মাদারীপুর জেলার রাজৈর থানাধীন এলাকা হতে গ্রেফতার।

    সিপিএসসি,বরিশাল ক্যাম্প এবং সিপিসি -৩ মাদারীপুর ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল গত ১২ জুলাই ২০২৩ তারিখ রাত আনুমানিক ১০ টায় মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর পিরোজপুর জেলার নাজিরপুর থানার জোরপূর্বক অপহরণ করিয়া দলবদ্ধভাবে ধর্ষন, নারীর আত্মহত্যার প্ররোচনা ও সহায়তার অপরাধ মামলার অন্যতম প্রধান আসামী মোঃ আসলাম চৌধুরী বাবু (২২), পিতা-লাল মিয়া চৌধুরী, সাং-বানারঝর, থানা-কৌটালীপাড়া, জেলা- গোপালগঞ্জ ’কে আটক করা হয়।

    ঘটনার বিবরণে জানা যায় যে,গত ১৩ মে ২০২২ তারিখ বিকেল ০৪ঃ০০ টার সময় ভিকটিম কেনাকাটার জন্য গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া যান। ঘটনার দিন ১৩ মে ২০২২ তারিখ আনুমানিক সন্ধ্যা ০৬ঃ৩০ ঘটিকার সময় আসামি জিসান ভয়-ভীতি দেখিয়ে মোটরসাইকেলযোগে ভিকটিম গৃহবধূকে কোটালীপাড়া থানাধীন বানারজোর হতে তালপুকুরিয়া রোডের পশ্চিম পারে জনৈক কালাম মোল্লার ঘেরের মধ্যে নিয়ে এজাহার নামীয় তিনজন আসামি এবং অজ্ঞাতনামা দুইজন আসামিসহ পাঁচজন আসামি পালাক্রমে রাত ০৮ঃ০০ ঘটিকা থেকে ১১৩০ ঘটিকা পর্যন্ত দলবদ্ধভাবে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমকে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানাধীন বানারজোড় টু তালপুকুরিয়া লিংক রোড এলাকায় ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে ভিকটিমকে পরিবার কর্তৃক উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যায়। এই ঘটনার পরে গ্রেফতারকৃত আসামি মো: বাবু(২২) সহ সকল আসামিরা আত্মগোপনে চলে যায়। পরে ১৪ মে ২০২২ সকাল আনুমানিক ০৫ টায় ক্ষোভে, লজ্জায় ভিকটিম নিজ বাড়ির আম গাছের ডালের সাথে শাড়ি কাপড় দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরবর্তীতে ঘটনাস্থল হতে পুলিশ লাশ নামিয়ে সুরতহাল করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

    পরবর্তীতে ভিকটিমের স্বামী সুনিল মন্ডল পিরোজপুর জেলার নাজিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৯(৩)/৯-ক/৩০ আইনে একটি জোরপূর্বক অপহরণ করিয়া দলবদ্ধ ভাবে ধর্ষণ, নারীর আত্মহত্যার প্ররোচনা ও সহায়তার অপরাধে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৯ তারিখ ১৫ মে ২০২২।

    এমতাবস্থায় র‌্যাব-৮,সিপিএসসি বরিশাল ক্যাম্প কর্তৃক ছায়াতদন্ত শুরু করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করে, মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকা হতে উক্ত আসামীকে গ্রেফতার করে। পরবর্তীতে উল্লেখিত ধর্ষণ মামলার আসামী’কে পিরোজপুর জেলার নাজিরপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পিরোজপুর ইউনিটের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই...