বরিশালে বিদ্যুৎ গ্যাস ও পেট্রোলিয়াম বিষয়ে অংশীদারদের সাথে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের চেয়ারম্যান মোঃ নূরুল আমিন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ ১৫ জুলাই শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়াম বিষয়ে অংশীদারদের সাথে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের চেয়ারম্যান মোঃ নূরুল আমিন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের চেয়ারম্যান মোঃ নূরুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাগত বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী, ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল এসএম আক্তারুজ্জামান, অধিনায়ক র্যাব-৮ বরিশাল লে. কর্নেল মাহমুদুল হাসান পিবিজিএম, পিএসসি, অতিরিক্ত পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ আবু আহাম্মদ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ শাহজাহান, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, সভাপতি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব কাজী আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব এসএম জাকির হোসেনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। শুরুতে এনার্জি রেগুলেটরী কমিশনের ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করা হয় পরে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় পরিশেষে অতিথিরা বিদ্যুৎ গ্যাস ও পেট্রোলিয়াম বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।