More

    নির্বাচনী আইনকানুন জানতে চেয়েছে ইইউ প্রতিনিধিরা

    অবশ্যই পরুন

    মঙ্গলবার নির্বাচন ভবনে ইসির আইন শাখার সঙ্গে বৈঠকে বসেন সফররত ইইউ প্রতিনিধিরা। তিন ঘণ্টার বৈঠকে তারা ইসির আইন ও বিধিবিধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

    বাংলাদেশের নির্বাচনী আইনকানুন জানতে চেয়েছে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। নির্বাচনবিষয়ক আইন ও বিধিবিধানের খুঁটিনাটি তুলে ধরার পাশাপাশি নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে বেশ কিছু ডকুমেন্ট সরবরাহ করা হয়েছে দলটিকে।

    দুই সপ্তাহের জন্য বাংলাদেশ সফরে রয়েছে ইইউর প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। প্রতিনিধি দলের প্রধান রিকার্ডো চেলেরির নেতৃত্বাধীন দলটি মন্ত্রিসভার একাধিক সদস্য এবং ক্ষমতাসীন আওয়ামী লীগসহ একাধিক রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করেছে। এর আগে ১১ জুলাই তারা ইসির সঙ্গে এক দফা বৈঠক করেন।

    বৈঠক শেষে ইসি কার্যালয়ের আইন শাখার যুগ্ম সচিব মাহবুবার রহমান সরকার সাংবাদিকদের বলেন, আসন্ন সংসদ নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কিনা, তা যাচাই করতে প্রতিনিধি দলটি এসেছে। তারা ইসির নির্বাচন প্রক্রিয়া, আইনকানুন, বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক, দেশি পর্যবেক্ষক কীভাবে কাজ করবেু এসব বিষয় জানতে চেয়েছেন। কমিশনের পক্ষ থেকে প্রতিনিধি দলকে সাধ্যমতো সহায়তা করা হয়েছে।

    নির্বাচনী খুঁটিনাটি জানতে চেয়েছেন উল্লেখ করে আইন শাখার যুগ্ম সচিব বলেন, তারা জানতে চেয়েছেন, আইনি বিতর্কগুলো কীভাবে নিষ্পত্তি ও আইনি প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয় ইত্যাদি। নির্বাচনে সহায়তা বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা কোনো সহায়তার কথা সুনির্দিষ্ট করেননি। তবে তাদের কী সহায়তা দেওয়া হবে, সেটা জানতে চেয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে গভীর রাতে ট্রাকভর্তি গরু-ছাগল রেখে পালাল চোরচক্র, এলাকাজুড়ে চাঞ্চল্য

    বরিশালের বাবুগঞ্জে গভীর রাতে গরু-ছাগল চুরি করে ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় ধাওয়া খেয়ে ফেলে রেখে পালিয়েছে চোরচক্র। শনিবার...