More

    কলাপাড়ায় জমি অধিগ্রহণের টাকা উত্তোলনে হয়রানির অভিযোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সংবাদ সম্মেলন মানববন্ধন

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়ালী) প্রতিনিধি, পায়রা বন্দর নির্মাণ ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিপুরনের টাকা উত্তোলনে বছরের পর বছর ধরে হয়রানি ভোগান্তির প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের পক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে।

    শনিবার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে লালুয়ার চান্দুপাড়া গ্রামের ভুক্তভোগীরা এ সংবাদ সম্মেলন করেন। ভুক্তভোগিদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো. আসাদুর রাহমান। তিনি বলেন, আমরা অধিগ্রহনকৃত সম্পত্তির মালিক।

    অধিগ্রহণ সম্পন্ন হওয়ার পরে ক্ষতিপূরণের টাকা উত্তোলন করতে গিয়ে জানতে পারি যে, বিভিন্ন ধরনের আদালতি মামলা দিয়ে স্বার্থান্বেষীমহল টাকা তুলতে দিচ্ছে না। বছরের পর বছর ভোগান্তির শিকার হচ্ছি। অথচ স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন ২০১৭ এর ৪ ধারা নোটিশ জারির পর জেলা প্রশাসকের নিকট প্রতিকার চাওয়া ব্যতীত অধিগ্রহণ সম্পর্কিত ভূমি নিয়ে কোন প্রকারের মামলা করা যাবে না।

    আসাদুর রাহমান আরও বলেন, বাংলাদেশ জাতীয় সংসদে গৃহীত ২০১৭ সালের ২১ নং আইনের গেজেটের ৪৭ বিধিতে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা আছে। কিন্তু এসব মানা হচ্ছে না। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের ২০ সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আরো বলা হয়েছে, চান্দুপাড়া মৌজার ৮২ টি খতিয়ানের অন্তত ৫২ টি খতিয়ানের দুই শ’ কোটি টাকা মামলা দিয়ে আটকে দেয়া হয়েছে। ফলে বছরের পর বছর আমরা দুই শ’ পরিবার অসহায়ের মত দ্বারে দ্বারে ঘুরছি। সংবাদ সম্মেলনের পর ভুক্তভোগী এসব পরিবারের সদস্যরা কলাপাড়াা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...