কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ১০ সেপ্টেম্বর ।। মুখোশধারী একদল সশস্ত্র সন্ত্রাসীর অস্ত্রের আঘাতে খুন হয়েছে সাইদুল সরদার (৩৫)। শনিবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের মধ্যটিয়াখালী গ্রামে সাইদুলের বাড়িতে এ ঘটনা ঘটে। স্ত্রী খাদিজা বেগম জানান, রাত সাড়ে নয়টার দিকে মুখোশ পরিহীত অবস্থায় ৬/৭ সশস্ত্র সন্ত্রাসী ঘরের মধ্যে প্রবেশ করে দোতলায় উঠে তার স্বামীকে বেধে ফেলে। এ সময় তাকেও শাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। কুপিয়ে খাদিজার হাতে জখম করা হয়। এক পর্যায় সাইদুলের মাথায় ও বুকে ছুরির কোপে গুরুতর জখম করে সন্ত্রাসীরা সটকে পড়ে। অচেতন অবস্থায় তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খাদিজাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে উপজেলার লেমুপাড়া গ্রামের নিজ ঘর থেকে এক সন্তানের জননী নারগিস বেগমের (২৩) মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে। শনিবার দিবাগত রাত তিন টার সময় এই লাশ উদ্ধার করে থানা পুলিশ। গৃহবধুর স্বামী রাজিব হাওলাদার পলাতক রয়েছে। নারগিসের বাবা আনোয়ার হোসেনের দাবি তার মেয়েকে যৌতুকের কারণে শাসরোধ করে হত্যা করা হয়েছে। কলাপাড়া থানার ওসি মো. আলী আহম্মেদ জানান, উভয়ের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।