More

    পটুয়াখালী কলাপাড়ায় হিন্দু পরিবারের জমি দখলসহ মিথ্যা মামলায় হয়রাণির প্রতিবাদে মানববন্ধন

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,  কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জের মনোজ মিস্ত্রির ভূমি দখল হয়রানি ও মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার বেলা ১১ টায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরী পট্টীতে নাগরিক উদ্যোগে কলাপাড়ার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানবন্ধনে বক্তব্য রাখেন, নাগরিক উদ্যোগ কলাপাড়ার আহ্বায়ক নাসির তালুকদার, সংগঠক খাঁন মতিউর রহমান, উত্তম দাস, রফিকুল ইসলাম, বাদল মাতুব্বর, নয়নাভিরাম গাইন প্রমুখ।

    মানববন্ধনে বক্তারা বলেন, মিলন গাজী সংখ্যালঘু সম্প্রদায়ের মনোজ মিস্ত্রীর জমি জোরপূর্বক দখল করে রেখেছে। শুধু তাই নয়, তার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বক্তারা মনোজ মিস্ত্রী’র জমি ফেরতসহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। এসময় ভূক্তোভোগী মনোজ মিস্ত্রী’র পরিবারসহ প্রায় দুই শতাধিক নারী—পুরুষ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরগুনায় সকাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন

    আওয়ামী লীগের ডাকা লক ডাউনে বরগুনায় দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর)...