More

    উজিরপুর প্রেসক্লাবে পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারীর জন্মদিন উদযাপন

    অবশ্যই পরুন

    মোঃ কাওছার হোসেন, উজিরপুর উজিরপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারীর শুভ জন্মদিন উদযাপন করেছে উজিরপুর প্রেসক্লাবের সাংবাদিকরা।

    ১৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ টায় উজিরপুর প্রেসক্লাবের সভাকক্ষে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারীর শুভ জন্মদিন পালন করা হয়।

    এসময় উজিরপুর প্রেসক্লাবের আহবায়ক মোঃ নুরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে বক্তৃতা করেন সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা, যুগ্ম আহ্বায়ক মোঃ নাসির উদ্দিন শরীফ।

    উপস্থিত ছিলেন সদস্য সচিব মোঃ এমদাদুল কাশেম সেন্টু, সাবেক সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন বালি, সদস্য মোঃ মাসুদ হোসেন,মোঃ রফিকুল ইসলাম, মোঃ কাওছার হোসেন, আহম্মেদ হৃদয়, বাবুল সিকদার, আসাদুজ্জামান সোহাগ,বাহার উদ্দিন, বাদল হাওলাদার, আসাদ, শাওন চক্রবর্তীসহ অনেকে।

    বক্তারা বলেন, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী সাংবাদিক বান্ধব এবং প্রেসক্লাবের সকল উন্নয়ন কাজে তার অবদান রয়েছে। সুখে দুঃখে সবসময়ই তাকে পাশে পাওয়া যায়। এছাড়াও তার দীর্ঘায়ু কামনা করেছেন প্রেসক্লাবের সাংবাদিকরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সমতায় শেষ হল বাংলাদেশ-হংকং ম্যাচের প্রথমার্ধ

    এশিয়ান কাপ বাছাইয়ের হাই-ভোল্টেজ ম্যাচে হংকংয়ের বিপক্ষে প্রথমার্ধ সমতায় শেষ করল বাংলাদেশ। ম্যাচের শুরুতেই চমক দেখান ইংলিশ প্রিমিয়ার লিগে...