More

    বিএনপি-জামায়াতের হরতাল বরিশালে যাত্রীশুন্য বাস টার্মিনাল, আ’লীগের মটর সাইকেল শোডাউন

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ রাজধানী ঢাকায় ২৮ অক্টোবর বিএনপি ও জামায়াত ১ দফার দাবিতে মহাসমাবেশ করেছিল।সমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি জামায়েতের নেতাকর্মীদের উপর হামলা,গুলি চালিয়ে হত্যা ও গ্রেফতার করেছে বলে দাবি করেছে তারা।

    এর প্রতিবাদে আজ ২৯ অক্টোবর দেশব্যাপী হরতালের কর্মসূচি পালন করছে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী। হরতালে বরিশাল থেকে দূরপাল্লার পরিবহন চলাচল ছিল সীমিত। কারণ হিসাবে পরিবহনের কর্তৃপক্ষরা জানিয়েছে যাত্রী কম ও দেশের বিভিন্ন স্থানে পরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় তাদের পরিবহনের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আপাতত যান চলাচল তারা সীমিত রেখেছে।

    পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় পরিবহন চলাচল স্বাভাবিক হবে। তবে বরিশাল কেন্দ্রীয় নথুলাবাদ বাস টার্মিনালে ঢাকা সহ দূরপাল্লার পরিবহন কাউন্টারগুলো ছিল একেবারেই যাত্রীশুন্য। পরিবহন সংশ্লিষ্টরা বলেছে এভাবে হরতাল বা অবরোধ চলতে থাকলে তারা করোনায় যে ক্ষতি সম্মুখীন হয়েছে তা কাটিয়ে উঠা মুশকিল হবে।

    বেলা ১১ টার দিকে আন্ত রুটের বাস ১ ঘন্টা পরপর দু একটি করে ছেড়ে গিয়েছে। অধিকাংশ গাড়ির আসন ছিল ফাঁকা। দূরপাল্লার যান চলাচল কম থাকলেও সড়কে থ্রি হুইলার, আলফা মাহিন্দ্র ও অটো চলাচল ছিল চোখে পড়ার মত।

    বরিশালের কোথাও প্রিকেটিং বা অগ্নিসংযোগের ঘটনা ঘটাতে পারিনি বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। হরতালের যেকোনো ধরনের নাশকতা রুখে দিতে বরিশাল মহানগর ও জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে করেছে শান্তির সমাবেশ।

    সমাবেশে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস সহ-যুবলীগ ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ সহ- অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

    সমাবেশে মেয়র সাদিক আব্দুল্লাহ বলেন বিএনপি’র হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে। বরিশালে যান চলাচল স্বাভাবিক আছে। তাদের নাশকতা রুখে দিতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে টহল দিচ্ছে। বরিশালে কোন নাশকতা করতে চাইলে আমরা তাদের প্রতিহত করব।

    সমাবেশ শেষে শতাধিক মোটরসাইকেল নিয়ে মেয়র সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে নগরীতে গুরুত্বপূর্ণ সড়কে মহড়া দেয় আওয়ামী লীগ। হরতালের কর্মসূচি ও কর্মকাণ্ডের বিষয়ে বরিশাল মহানগর বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান ফারুক বলেন আমরা নেতাকর্মীদের নিয়ে ঢাকায় রয়েছি।

    তাই বরিশালে তেমন কোন কর্মসূচি পালন হয়নি। তিনি দাবি করেন বিএনপি জনগণের দাবি আদায় আন্দোলন করছে। তাই জনগণই স্বতঃস্ফূর্তভাবে এই হরতাল পালন করছে।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম জানিয়েছেন হরতালে নাশকতা ঠেকাতে ও জনগণের জানমালের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বরিশাল মেট্রোপলিটন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন রয়েছে। পাড়া মহল্লায় সাদা পোশাকে পুলিশ ঘুরছে। টহল কার্যক্রম চলমান আছে

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...